ভোট কর্মীদের বাড়ি ফেরার চিন্তা দূর করল রেল, নিল দারুণ পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েক ঘন্টা আর তারপরেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট (Panchayat Vote) গ্রহণ। এবার পঞ্চায়েত ভোট নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সব স্তরের মানুষদের মধ্যে রয়েছে আলাদা উৎসাহ এবং উন্মাদনা। কেননা শেষবার ২০১৮ সালে পঞ্চায়েত ভোট হলেও অধিকাংশ জায়গাতেই ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাননি। অধিকাংশ জায়গাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল শাসকদল।

এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে ভোট কর্মীদের মধ্যে শুরু হয়েছে নানান প্রশ্ন। তাদের প্রশ্ন নিরাপত্তা নিয়ে, তাদের প্রশ্ন কিভাবে ভোট শেষ করার পর বাড়ি ফিরবেন? এই সকল বিভিন্ন প্রশ্ন এবং চিন্তা এবার দূর করল রেলের একটি পদক্ষেপ। কেননা রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোট কর্মীরা যাতে গভীর রাতেও বাড়ি ফিরতে পারেন তার জন্য স্পেশাল ট্রেন চালানো হবে।

ভোটের দিন যাতে ভোট কর্মীরা কাজ সেরে বাড়ি ফিরতে পারেন তার জন্য যে সকল স্পেশাল ট্রেন চালানো হবে সেগুলি শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা স্টেশন থেকে ছাড়বে বলে জানা যাচ্ছে। দিনের এমন সিদ্ধান্তের ফলে যারা এই সকল জায়গায় ভোট কর্মী হিসেবে যাবেন তাদের অনেক সুবিধা হবে।

রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত জেলা প্রশাসন এবং নির্বাচনী অফিসারদের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে। সিদ্ধান্ত অনুযায়ী শেষ ট্রেন চলে যাওয়ার পরেও ভোট স্পেশাল ট্রেন চলবে। যে রুটে এই সকল ট্রেন চলবে সেই সকল রুটের মাঝে যত স্টেশন থাকবে সব স্টেশনে স্টপেজ দেবে ট্রেনগুলি।

ভোট স্পেশাল এই সকল ট্রেনের সম্ভাব্য সময়সূচী হিসাবে যা জানা যাচ্ছে তা হল, রাত ১টার সময় ডায়মন্ড হারবার থেকে একটি ট্রেন ছাড়বে এবং সেটি রাত ২টো ২৭ মিনিটে শিয়ালদায় পৌঁছবে। এরপর রাত ১টায় ক্যানিং থেকে একটি ট্রেন ছাড়বে এবং সেটি শিয়ালদা পৌঁছবে প্রায় রাত ২টো ৫ মিনিটে। রাত পৌনে ১২টা নাগাদ নামখানা স্টেশন থেকে একটি ট্রেন ছাড়বে এবং সেটি শিয়ালদায় পৌঁছাবে রাত ২টো ২০ মিনিটে।