Vande Bharat Sleeper Coach: হার মানবে ৫ স্টার হোটেল! বন্দে ভারত স্লিপার নিয়ে লেটেস্ট আপডেট দিলেন রেলমন্ত্রী

Railway Minister gave the latest update on the launch of Sleeper Coach in Vande Bharat Express: যাত্রীদের পছন্দের তালিকায় প্রায় শীর্ষের দিকে নাম রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। বর্তমানে ভারতের প্রায় প্রতিটি রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। আর এই সাফল্য দেখে স্লিপার বন্দে ভারতকে (Vande Bharat Sleeper Coach) ট্র্যাকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আর মাত্র ৬ মাসের মধ্যে ২০২৪ সালেই ট্র্যাকে চলাচল শুরু করতে পারে স্লিপার বন্দে ভারত। মার্চ মাসেই চালু করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এই রেল পরিষেবাটির জন্য।

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্লিপার বন্দে ভারতের (Vande Bharat Sleeper Coach) কাজ কতটা এগিয়েছে তা পর্যবেক্ষণ করার জন্য হাজির হন, ব্যাঙ্গালোরে অবস্থিত ভারত আর্থ মুভার্স লিমিটেডে। সাধারণত রেলের উপরের বার্থ ও ছাদের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। তাই সেখানে যাত্রীদের মাথা গুঁজে বসে থাকতে হয়। এতে খুবই অসুবিধার মুখে পড়েন যাত্রীরা।

তবে স্লিপার বন্দে ভারতের (Vande Bharat Sleeper Coach) ক্ষেত্রে কোচ গুলি আরো অনেক উঁচুতে হবে বলে শোনা গেছে। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে রেলের ছাদ নতুন করে তৈরি করা হচ্ছে। আশা করা যায় আগামী ৬ মাসের মধ্যে ১০ টি স্লিপার কোচ নিয়ে স্লিপার বন্দে ভারতের ট্রায়াল রান করা হবে। এই পরীক্ষায় সফলতা পেলে পরবর্তীতে আরও বড় করে প্রায় ১৬ টি কোচের স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে সর্বসাধারণের জন্য।

আরও পড়ুন 👉 Vande Bharat Express Timetable Changed: বদলে গেল বাংলার এই বন্দে ভারত ট্রেনের সময়সূচি, ছাড়বে লেটে, সঙ্গী আরও ৯ এক্সপ্রেস

আন্তর্জাতিক মানের কোচ তৈরি হচ্ছে স্লিপার বন্দে ভারতের (Vande Bharat Sleeper Coach) জন্য। এক একটি কোচ তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১০ কোটি টাকা। অর্থাৎ পুরো ট্রেনটি তৈরি করতে খরচ হবে প্রায় ৮ থেকে ৯ কোটি টাকা। এছাড়া, এই ট্রেনটিতে থাকবে কবচ পদ্ধতির সুবিধা। যা, অনেক দূর থেকে দুটো মুখোমুখি আসা ট্রেন কে দাঁড় করিয়ে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারবে।

৬৭ জন যাত্রীর সিট যুক্ত বন্দে ভারত এক্সপ্রেসে স্লিপার ট্রেনের কোচ গুলির মধ্যে রয়েছে স্টেনলেস স্টিলের বডি, অটোমেটিক দরজা, এছাড়া ভিতর দিকে একটি সেন্সর দরজা রয়েছে। রেলমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে, এই ট্রেনটিতে ওঠার জন্য যাত্রীদের সুবিধার্থে সিঁড়ির নিচের দিকে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে। দেরি করে চালু হলেও এই ট্রেনটি ফাইভ স্টার হোটেলের পরিষেবার সাথে টেক্কা দিতে পারে বলে দাবি করেছে একদল বুদ্ধিজীবি। এখন শুধু ট্রেনটি চালু হবার অপেক্ষা, বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয়দের কাছে এতটা জনপ্রিয় হয়েছে যে স্লিপার বন্দে ভারতও ভারতীয়দের কাছে বহুল চাহিদা সম্পন্ন ট্রেনে পরিণত হবে বলে আশা করছে রেল দপ্তর।