ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে মেনে চলুন এই পদ্ধতি, সহজে মিলবে রিজার্ভেশন

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে ট্রেনের সফর করেন না এমন মানুষ হয়তো নেই। প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য ট্রেনের উপর নির্ভর করে থাকেন। ট্রেনের উপর নির্ভর করে তারা তাদের কাজে গন্তব্যে পৌঁছানো অথবা ভ্রমণ সহ অন্যান্য কাজে।

কিন্তু এই ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় একটি সমস্যা হলো যথাসময়ে টিকিট পাওয়া অথবা রিজার্ভেশন পাওয়া। দেখা যায় ঘুরতে অথবা কাজের ক্ষেত্রে কোন জায়গায় যাওয়ার সময় টিকিট বুকিং করতে গেলে আগে থেকেই সব টিকিট বুকিং হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে বহু সময় অনিশ্চয়তার মধ্যেই যাত্রা শুরু করতে হয়।

তবে এই টিকিট বুকিং করার ক্ষেত্রে কিছু সহজ পদ্ধতি রয়েছে যা মেনে চললে খুব সহজে টিকিট বুকিং হতে পারে এবং সহজে রিজার্ভেশন মিলতে পারে। এর জন্য কোন টোটকা ব্যবহার করার প্রয়োজন নেই, কেবলমাত্র আইআরসিটিসি তরফ থেকে দিয়ে রাখা বিকল্পগুলির যথোপযুক্ত প্রয়োগ করতে হবে।

অনলাইনে টিকিট বুকিং করার সময় বেশকিছু বিবরণ যাত্রীদের দিয়ে রাখতে হয়। এখন সেই সকল বিবরণ সঠিক সময়ের মধ্যে জমা করতে না পারলে টিকিট কাটার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য ভারতীয় রেল মাস্টার লিস্ট ফিচারের ব্যবস্থা করে রেখেছে। এই ফিচার ব্যবহার করে যাত্রীরা টিকিট বুকিং করার আগেই যাত্রীদের বিবরণ ফিলাপ করে রাখতে পারবেন। ফলে টিকিট কাটার সময় একে একে ফিলাপ করে সময় নষ্ট করতে হবে না। এই পদ্ধতিতে টিকিট বুকিং করলে তৎকালেও রিজার্ভেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

এর জন্য যাত্রীদের টিকেট বুকিং করার সময় আইআরসিটিসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে My Account অপশনে ক্লিক করে My Profile-এ যেতে হবে। সেখানে Add/Modify Master list অপশন রয়েছে। সেখানেই যাত্রীদের সমস্ত বিবরণ আগে থেকে দিয়ে রাখতে হবে এবং টিকিট বুকিং করার সময় My Saved Passengers List থেকে যাত্রীদের বেছে নিতে হবে।