করোনা ঠেকাতে নয়া নিয়ম জারি করলো ভারতীয় রেল, না মানলেই জরিমানা

নিজস্ব প্রতিবেদন : দেশে উত্তরোত্তর বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তের সংখ্যায় লাগাম টানতে এবার ভারতীয় রেলের তরফ থেকে নয়া নিয়ম জারি করা হবে। নয়া গাইডলাইন অনুযায়ী করোনা বিধিতে আরও কড়াকড়ি করা হয়েছে। আর এই বিধি না মানলেই মোটা অঙ্কের টাকা জরিমানা স্বরূপ গুনতে হবে যাত্রীদের। রেল কর্তৃপক্ষ দাবি করেছে মোটা অঙ্কের টাকা জরিমানা না করলে করোনা বিধি মানতে বাধ্য করা সম্ভব হচ্ছে না যাত্রীদের।

ভারতীয় রেলের নতুন বিধিতে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রেলস্টেশনগুলিতে ভিড় জমেছে পরিযায়ী শ্রমিকদের। আর এই সকল বহু পরিযায়ী শ্রমিক সহ অন্যান্যরা কোভিড বিধি মানছেন না। তাই ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে যে সকল যাত্রীদের মুখে মাস্ক থাকবে না তাদের ৫০০ টাকা করে জরিমানা করা হবে। রেলের এই নতুন নির্দেশিকা অর্থাৎ মাস্ক না থাকলে ৫০০ টাকার জরিমানা আগামী ছয় মাস পর্যন্ত বহাল থাকবে।

ভারতীয় রেলের তরফ থেকে দেশে লকডাউন জারি হওয়ার পর পুনরায় ট্রেন পরিষেবা চালু করার পর থেকেই যাত্রীদের জন্য একাধিক নিয়মাবলী জারি করেছিল। তবে দেশে দেখতে দেখতে সংক্রমণের হার কমে যাওয়ায় গা-ছাড়া মনোভাব লক্ষ্য করা যায় সকলের মধ্যেই। তবে ফের একবার দেশে সংক্রমণের হার আকাশছোঁয়া হাওয়ায় নতুন করে নতুন সিদ্ধান্ত নিতে হলো রেল কর্তৃপক্ষকে।

[aaroporuntag]
প্রসঙ্গত, শনিবারের তথ্য অনুযায়ী ভারতে গত ২৪ ঘন্টায় যে সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তা ভারতের ইতিহাসে প্রথম। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে ঠিক তেমনই প্রাণহানির সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১৩৪১ জন।