আজ থেকেই লীলা দেখাবে ঘূর্ণিঝড় অশনি, কতদিন চলবে জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : চোখ রাঙাতে শুরু করেছে ঘূর্ণিঝড় অশনি। শক্তি সঞ্চয়ের পাশাপাশি এই ঘূর্ণিঝড় সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করছে। আর এই অবস্থান পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই তৈরি হচ্ছে নানান শঙ্কা। মনে করা হচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই লীলা দেখাতে শুরু করবে এই ঘূর্ণিঝড়।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, “প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত ৬ ঘন্টায় এটি ঘন্টায় ০৭ কিমি বেগে পশ্চিম-উত্তর ও পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ১০ মে রাত ২:৩০ নাগাদ ১৪.৭° উঃ অক্ষাংশ, ৮৪.২° পৃ দ্রাঘিমাংশে তথা কাকিনারা (অন্ধ্র প্রদেশ) থেকে ৩৩০ কিমি দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম (অন্ধ্র প্রদেশ) থেকে ৩৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে, গোপালপুর থেকে ৫১০ কিমি দক্ষিণে এবং পুরী (ওড়িশা) থেকে ৫৯০ কিমি দক্ষিনে অবস্থান করছে।”

মনে করা হচ্ছে এটি আজ অর্থাৎ ১০ মে রাত পর্যন্ত উত্তর-পশ্চিমে দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপর এটির উত্তর-উত্তর-পূর্ব অভিমুখে দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী ২৪ ঘন্টায় এটির শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। হাওড়া, নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। স্থান বিশেষে বৃষ্টির পরিমাণ থাকতে পারে ৭-১১ সেন্টিমিটার। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কত দিন চলবে এই দুর্যোগ? হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে হাওড়া, নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার মত জেলায় এই দুর্যোগ চলবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগ চলতে পারে শুক্রবার পর্যন্ত।