Rainfall Forecast South Bengal: অবশেষে স্বস্তির পূর্বাভাস! তীব্র তাপপ্রবাহের মাঝে ধেয়ে আসছে বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গের এই ৩ জেলা

নিজস্ব প্রতিবেদন : যেভাবে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলছে তাতে মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণীরা এখন রেহাই চাইছে। কেননা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা এখন ৪০° পার করেছে, কোন কোন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি। এমন পরিস্থিতিতে রীতিমত বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে এমন পরিস্থিতির মধ্যেই স্বস্তির পূর্বাভাস দিলো হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে এমন অবস্থা চললেও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার আবহাওয়া কিন্তু এখন খুবই মনোরম। কেননা উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং সব জায়গাতেই গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি। তবে এবার সেই বৃষ্টির ছোঁয়া (Rainfall Forecast South Bengal) পড়বে দক্ষিণবঙ্গের ৩ জেলাতেও। আর এই বৃষ্টির হাত ধরেই ক্ষণিকের জন্য স্বস্তি ফিরে আসতে পারে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গের যে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে সেই তিন জেলা সোমবার এবং মঙ্গলবার বৃষ্টিতে ভিজতে পারে। তবে বৃষ্টির পরিমাণ যে খুব বেশি থাকবে তা নয়। হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ার ফলে আবার সর্বোচ্চ তাপমাত্রায় খুব যে পতন লক্ষ্য করা যাবে তাও নয়। হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে ওই তিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রবিবারের তুলনায় বড়জোর ২ ডিগ্রি পতন হতে পারে হালকা বৃষ্টির কারণে।

আরও পড়ুন 👉 Offbeat Travel Spots: দার্জিলিং, সিকিম অতীত! এবার ভিড় জমছে এই ৪ পাহাড়ি এলাকায়

রবিবার হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী সোমবার হালকা বৃষ্টি হতে পারে ঝাড়্গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায়। সোমবার এই তিন জেলায় বৃষ্টির পাশাপাশি মঙ্গলবার এই তিন জেলায় আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরপর দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনদিনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও হাওয়া অফিস এখনো অবধি আগামী দিন কয়েকের মধ্যে কালবৈশাখীর কোন পূর্বাভাস দেখতে পাচ্ছে না।

তীব্র তাপপ্রবাহের মাঝে বৃষ্টি ধেয়ে আসা মানে কিছুটা হলেও স্বস্তি। তবে যেভাবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বৃদ্ধি পেয়েছে তাতে খুব যে স্বস্তি মিলবে তা নয়। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। আবার সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টি সামান্য সর্বোচ্চ তাপমাত্রার পতন ঘটালেও বুধবার থেকে ফের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। ফের সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছু জেলায় ৪৩ থেকে ৪৪ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।