Rajdhani Express: কত সালের কত তারিখ প্রথম পথ চলা শুরু করেছিল রাজধানী এক্সপ্রেস! জানেন না ৯০% মানুষ

Rajdhani Express first started running from which year and date: ভারতীয় রেল পরিষেবা কর্তৃক পরিচালিত অন্যতম দ্রুতগামী বিলাসবহুল ও আধুনিক রেল পরিষেবার নাম রাজধানী এক্সপ্রেস। ভারতের রাজধানী দিল্লির সাথে বিভিন্ন শহরের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় বলে এই ট্রেনটির নাম রাখা হয় “রাজধানী এক্সপ্রেস”। রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) চালু হয় ১৯৬৯ শালে প্রায় ৫৪ বছর আগে। তার আগে ভারতের রেল গুলির গতি ছিল ঘন্টায় ৯৬ কিলোমিটার অব্দি। প্রায় ৫৫ বছর আগে রাজধানীর হাত ধরেই প্রথম ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেন চালু হয় ভারতে।

এখনো অব্দি রেল বিভাগের সমস্ত ট্রেনের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় রাজধানী এক্সপ্রেসকেই। যদিও বর্তমানে সাধারণ মানুষের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে একটা আলাদাই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তারই মাঝে রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) জন্মদিন পালন করতে ভোলেননি কিছু রেল প্রেমি মানুষ।

এদিন ছিল ট্রেনটির ৫৫তম জন্ম বার্ষিকী। প্রায় পাঁচ বছর আগে অর্থাৎ ২০২০ শালে রেল কর্তৃপক্ষ চকলেট, গোলাপ ইত্যাদি নানা জিনিস দিয়ে সাধারণ মানুষকে মনে করিয়ে দিয়েছিলেন এই দিনটির কথা। বর্তমান বছরে অর্থাৎ ২০২৪ -এ রেল কর্তৃপক্ষ আলাদা ভাবে কোন ব্যবস্থা না নিলেও, কিছু রেলপ্রেমী মানুষ হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস এর ৫৫তম জন্মদিন পালন করেন। সেদিন ট্রেনটি হাওড়া স্টেশনের ৯ নং প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়া অব্দি তাকে নিয়ে চলতে থাকে তাদের অনুষ্ঠান উদযাপন ও উন্মাদনা।

আরও পড়ুন 👉 Extra Coaches Rajdhani Express: আরও সহজে মিলবে টিকিট, বাংলার ৩ রাজধানী এক্সপ্রেসে ঘটে গেল বড় বদল

বেশ কিছু রেল প্রেমি মানুষের উদোগ্যে এই দিন রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) টিকে ফুলের মালা এবং পোস্টার দিয়ে সাজজানো হয়। এই উদ্যোগ অন্যান্য সাধারণ মানুষের মনেও নতুন করে দিনটি সম্পর্কে জানার উৎসাহ তৈরি করতে সক্ষম হয়েছে।

প্রায় ৫৫ বছর আগে ১৯৬৯ শালের পয়লা মার্চ এই ট্রেনটির পথ চলা শুরু হয়। এর আগে ভারতীয় রেল বিভাগে এত দ্রুত গতির কোন ট্রেন ছিল না। এর আগে প্রায় ১০০ বছর ধরে ভারতীয় রেল বিভাগের ট্রেন গুলির গতি ছিল ঘন্টায় প্রায় 97 কিলোমিটার। রাজধানী এক্সপ্রেসের হাত ধরে প্রথম ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের একটি ট্রেন ভারতের রেলপথে চলাচল শুরু করে। উক্ত দিনটিতে রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) দিল্লি থেকে হাওড়া ১৪৪৫ কিলো মিটার পথ ১৫ ঘন্টার কিছু বেশি সমযে অতিক্রম করে। আবার ৩রা মার্চ ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দিল্লি গিয়ে পৌঁছায়। তাই পয়লা পয়লা মার্চ দিনটিকে রাজধানী এক্সপ্রেসের জন্মদিন হিসেবে মনে করা হয় বা পালন করা হয়।