শুধু নয় অযোধ্যা, সুপ্রিম কোর্টে রয়েছে আরও ৪টি বড় মামলার রায়

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে কয়েক দশকের অযোধ্যার বিতর্কিত জমি মামলায় রায় দিয়ে সেই বিতর্কের অবসান ঘটিয়েছে সুপ্রিম কোর্ট। পাঁচ সদস্যের সাংবিধানিক ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীনে অযোধ্যার জমি মামলায় বিতর্কের অবসান ঘটে। তবে অযোধ্যা মামলা ছাড়াও এ সপ্তাহে সুপ্রিম কোর্টে রয়েছে আরও চারটি গুরুত্বপূর্ণ মামলার রায়। যে মামলাগুলি রায় দিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

১) রাফালে : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০১৮ সালের ১৪ই ডিসেম্বর রাফালে নিয়ে দেওয়া রায়ের রিভিউ পিটিশনের শুনানি করেন। ১৪ই ডিসেম্বর রায় রাফাল চুক্তি নিয়ে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদী সরকারকে কার্যত ক্লিনচিট দেয়। চুক্তি নিয়ে আগেই জানানো চ্যালেঞ্জের উপর রায় নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের আইনজীবী।

২) ‘চৌকিদার চোর হ্যায়’ রাহুল গান্ধীর বিরুদ্ধে অবমাননার রায় : ‘চৌকিদার চোর হ্যায়’ এই মন্তব্যের জন্য এপ্রিল মাসে সুপ্রিমকোর্ট প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আদালত অবমাননার নোটিশ পাঠায়। রাহুল গান্ধী রাফাল চুক্তি নিয়ে মন্তব্য করেছিলেন। আর তাঁর বিরুদ্ধে বিজেপির মিনাক্ষি লেখি ফৌজদারি অপমাননার মামলা করেছিলেন। পরবর্তীকালে রাহুল গান্ধী তাঁর মন্তব্য ভুলভাবে পরিবেশিত হওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন। বিষয়টি নিয়ে আদালতে সাফাইও দিয়েছিলেন।

৩) সবরিমালা মন্দির : ২০১৮ সালের ২৮ শে সেপ্টেম্বর তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সংবিধানিক বেঞ্চ কেরলের সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশের অনুমতি। কিন্তু তারপরেই অজস্র আবেদন পরে এই রায়ের বিরোধিতায়। বর্তমান প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেই আবেদনগুলি গ্রহণ করে শুনানির ব্যবস্থা করেন। সেই শুনানির রায়ও দেওয়া হবে এই সপ্তাহেই।

৪) তথ্য জানার অধিকার : তথ্য জানার অধিকার আইনে কি আসতে পারে প্রধান বিচারপতির অফিস। সেই সংক্রান্ত মামলার রায় দেবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এ সপ্তাহেই বলে জানা গিয়েছে। দিল্লি হাইকোর্টের অর্ডারে এর আগে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির অফিস তথ্য জানার অধিকার আইনের অধীনে রয়েছে। কিন্তু পরে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তিনটি আবেদনের শুনানি করলেও, তা নিয়ে কোনও রায় দেওয়া সম্ভব হয়নি। সেই রায় বেরনোর কথা এই সপ্তাহেই।