আবারও একবার খবরের শিরোনামে উঠে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম। ফের একবার ভারতীয় টাকার বদলের সাক্ষী হবে গোটা দেশের মানুষ। তবে এবার আরবিআই এর তরফে ঘোষণা করা হয়েছে ১০ এবং ৫০০ টাকার নতুন নোট বাজারে আনার কথা। নকশার দিক থেকে কোনও পরিবর্তন লক্ষ করা যাবে না নতুন নোটে। তবে আরবিআই এর প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের পরিবর্তে নোটের ওপরে সই থাকবে বর্তমান গভর্নর সঞ্জয় মলহোত্রর।
উল্লেখ্য, আরবিআই এর তরফে গত ৪ঠা এপ্রিল ১০ এবং ৫০০ টাকার নতুন নোট ইস্যু করার কথা ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে বর্তমানে বাজারে যে নোটে লেনদেন চলে তা কী অবৈধ হয়ে যাবে?
আরও পড়ুন: Ilish: বাংলাদেশের বাজারে ইলিশের দাম এবার আকাশ ছোঁয়া! নববর্ষের ভারতে রপ্তানিতে ‘না’ বিক্রেতাদের তরফে
জানা গিয়েছে, বর্তমানে যে ১০ ও ৫০০ টাকার নোট ব্যবহার করেন আমজনতা সেগুলি বাজারে সমানভাবেই বৈধ থাকবে। সুতরাং, এখনকার নোট গুলি দিয়েও নির্দ্বিধায় লেনদেন করতে পারবেন মানুষজন।
প্রসঙ্গত, মার্চ মাসে আরবিআই এর তরফে নয়া গভর্নর সঞ্জয় মলহোত্রর স্বাক্ষর সম্বলিত নতুন ১০০ এবং ২০০ টাকার নোট বাজারে আনার কথা ঘোষণা করা হয়েছিল। ওই দুই নোটের নকশার ক্ষেত্রেও কোনও পরিবর্তন লক্ষ করা যাবে না। আরবিআই এর পক্ষ থেকে এও জানানো হয়েছিল, নতুন এই দুই নোট বাজারে এলেও ১০ এবং ৫০০ টাকার পুরনো নোটগুলির মত এগুলোই সমানভাবে বৈধতা পাবে বাজারে।
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে আরবিআই এর গভর্নর হিসেবে নিযুক্ত হন ৫৬ বছর বয়সী সঞ্জয় মলহোত্র। প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের অবসরের পর তিনি নতুন গভর্নর হিসেবে দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন। শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। তার পরই কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব সঞ্জয়কে আরবিআইয়ের ২৬ তম গভর্নরের পদে নিযুক্ত করা হয়।