Reliance Foundation-এর নয়া উদ্যোগ, দিচ্ছে ৬ লক্ষ টাকা স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদন : প্রযুক্তিগত উন্নয়নের দিক দিয়ে দেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে Reliance। এই বৈপ্লবিক পরিবর্তন আনার পাশাপাশি এবার তারা পড়াশোনার উন্নয়নের দিকে নজর দিতে শুরু করলো। পড়াশোনার উন্নয়নের জন্য এই সংস্থার তরফ থেকে স্কলারশিপ প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যে কর্মসূচি অনুসারে ৬ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন পড়ুয়ারা।

৬ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়ার ঘোষণা সোমবার করেছে মুকেশ আম্বানির সংস্থার ফাউন্ডেশন রিলায়েন্স ফাউন্ডেশন। তাদের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে, রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে ১০০ জন স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের অনুদান দেওয়া হবে।

এই স্কলারশিপ পাওয়ার জন্য পড়ুয়াদের যেসকল যোগ্যতা থাকতে হবে তা সম্পর্কে বলা হয়েছে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য পড়ুয়াদের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স এবং কম্পিউটিং কিংবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথমবর্ষের পড়ুয়া হতে হবে। এই স্কলারশিপের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো রকম খরচ বহন করতে হবে না।

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে স্নাতক স্তরের ৬০ জন পড়ুয়াকে চার লক্ষ টাকা পর্যন্ত এবং স্নাতকোত্তর স্তরের ৪০ জন পড়ুয়াকে ৬ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। এই স্কলারশিপ সম্পূর্ণভাবে দেওয়া হবে মেধার উপর ভিত্তি করে।

নীতা আম্বানির উদ্যোগে দেশের সর্বাঙ্গীণ মঙ্গল করার উদ্দেশ্য নিয়ে এবং দেশের মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করছে রিলায়েন্স সংস্থা এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। জানা যাচ্ছে দেশজুড়ে রিলায়েন্স ফাউন্ডেশনের স্কুলগুলি চলছে ১৪ হাজার পড়ুয়া নিয়ে। এর পাশাপাশি ১৯৯৬ সাল থেকে ১২ হাজারের বেশি পড়ুয়াদের মেধার ভিত্তিতে ধীরুভাই আম্বানি স্কলারশিপ দেওয়া হয়েছে। এই সকল স্কলার্শিপ সংক্রান্ত আরও জানতে এবং আবেদন করতে লগইন করুন https://scholarships.reliancefoundation.org/ ওয়েবসাইটে।