ভুলে যান Flipkart, Amazon! বাজারে এলো রিলায়েন্স JioMart

নিজস্ব প্রতিবেদন : ভারতে Flipkart ও Amazon India এর বাজার এখন তুঙ্গে। স্মার্ট ইন্ডিয়া মূলত তরুণ প্রজন্ম ব্যস্ততার মধ্যে অনলাইন শপিংয়ে বেশি বিশ্বাসী, আর এই অনলাইন শপিংয়ে এই দুই কোম্পানির নাম সবার আগে মাথায় আসে। তবে এবার এই দুই সংস্থাকে টেক্কা দিতে এসে গেলো Reliance এর JioMart। যেটিকে সম্প্রতি লঞ্চ করেছে মুকেশ আম্বানির Reliance। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে নাভি মুম্বই, থানে ও কল্যাণ অঞ্চলের ব্যবহারকারীরা কেনাকাটা করতে পারবেন। পরে অন্যান্য অঞ্চলেও এটি চালু হবে।

JioMart হলো মূলত অনলাইন স্টোর, যেখানে বর্তমানে ৫০,০০০ এর বেশি গ্রোসারি প্রোডাক্ট গ্রাহকদের জন্য উপলব্ধ। শুধু তাই নয় সংস্থার দাবি, গ্রাহকরা এখানে কোনো কিছু অর্ডার করলে ২ ঘণ্টার মধ্যেই নিজের প্রোডাক্ট ফ্রি ডেলিভারি পাবেন। এই স্টোরে শপিং করার সময় গ্রাহকদের মিনিমাম অর্ডার ভ্যালুর কথাও ভাবতে হবেনা, ক্যানসেলেসন ঝঞ্ঝাট মুক্ত ও ফ্রি। এই স্টোরের সাথে রিলায়েন্স জিও উৎপাদক ও ছোট ব্যবসায়ীদের নিজেদের সাথে যুক্ত করতে চাইছে।

ইতিমধ্যেই জিও গ্রাহকদের JioMart এ রেজিস্ট্রেশনের জন্য এসএমএস পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। প্রথম ৩০০০ জন প্রিরেজিস্টার যারা করবেন তাদের কেনাকাটার ওপর বিশেষ ডিসকাউন্ট দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই।