Rohit Sharma: মাত্র এক ধাপ দূরে! এবার লজ্জার এক রেকর্ড গড়ার মুখে রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগতভাবে রোহিত শর্মার (Rohit Sharma) ঝুলিতে এসেছে একের পর এক রেকর্ড। তার ঝুলিতেই রয়েছে এখন বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলার রেকর্ড। তার ঝুলিতে রয়েছে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড। তবে এসবের মধ্যেই এবার রোহিত শর্মার সামনে চলে এসেছে লজ্জার একটি রেকর্ড করার মতোও পরিস্থিতি।

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় লাভের পরই রোহিত শর্মা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে প্রথম ১০০টি ম্যাচ যেতেন। এরপর আবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই তিনি প্রথম খেলোয়াড় হিসাবে ১৫০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। কিন্তু এই দুটি ম্যাচেই টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক শূন্য রানে ফেরেন। পরপর দুটি ম্যাচে শূন্য রানে ফেরার পাশাপাশি তার সামনে রয়েছে লজ্জার একটি রেকর্ড গড়ার হাতছানি।

প্রথম ম্যাচে শুভমন গিলের অদূরদর্শিতারের কারণে রোহিত শর্মা রান আউট হয়ে প্র্যাভিলনে ফেরেন। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের প্রথম বলেই ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে ফের শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তাকে। এর ফলে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে সবচেয়ে বেশি বার গোল্ডেন ডাক করার নজির গড়েছেন তিনি। মোট পাঁচবার গোল্ডেন ডাক (প্রথম বলে আউট) করার লজ্জার নজির গড়লেন রোহিত।

আরও পড়ুন 👉 Rohit Sharma: আজ পর্যন্ত কারো নেই! রবিবার সেই রেকর্ডটিই গড়বেন রোহিত শর্মা

রোহিত শর্মার পরে ভারতীয় ব্যাটার হিসাবে এই তালিকায় শ্রেয়স আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর রয়েছেন ঠিক পিছনে। তাদের ঝুলিতে রয়েছে তিনটি করে গোল্ডেন ডাক। অন্যদিকে রোহিত শর্মা আবার টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি বার শূন্য রানে ফেরার তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মা ১২ বার 0 রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন।

রোহিত শর্মার থেকে এক ধাপ এগিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বার শূন্য রানে ফেরার রেকর্ড রয়েছে পল স্টার্লিংয়ের। তিনি এখনো পর্যন্ত ১৩ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। এক্ষেত্রে রোহিত শর্মা যদি আর একবার শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তাহলে তিনিও এই তালিকায় যুগ্মভাবে প্রথম স্থানে চলে আসবেন। অন্যদিকে রোহিত শর্মার মতোই ১২ বার শূন্য রানে সাজঘরে ফেরার রেকর্ড রয়েছে কেভিন ও’ব্রায়েনের।