Sabuj Sathi Bicycle: বাংলায় তৃণমূল কংগ্রেস আসার পর থেকে একের পর এক প্রকল্পের ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ করে মহিলা ভোটার টানতে কখনো ঘোষণা হয়েছে লক্ষীভান্ডার কখনো কন্যাশ্রী আবার কখনো সবুজ সাথী। তার দলের সঙ্গে সামঞ্জস্য রেখেই নাম দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পের। যেই প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের হাতে নতুন সাইকেল তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই প্রকল্পের উদ্বোধন হয় ২০১৫ সালে।
এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী। সাইকেল চেপে স্কুল যাওয়ায় হয়েছে সহজ পড়ুয়াদের জন্য। কিন্তু তৃণমূল নেত্রীর সাধের এই প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগও রয়েছে। কখনো সবুজ সাথীর এই সাইকেল বিক্রির অভিযোগ সামনে এসেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আবার কখনো নদিয়া জেলায় ওজনদরে
বিকোচ্ছে এই সাইকেল।
আরও পড়ুন: Famous Motorbikes: সেরা এই পাঁচটি বাইকের কাছে হার মানছে সব বাইক!
তবে এবার দক্ষিণ দিনাজপুরে একেবারে খোলাহাটে বিকোচ্ছে সবুজ সাথীর সাইকেল। এবার একেবারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিজের জেলা দক্ষিণ দিনাজপুরের হাটে বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল। যা দেখে হতবাক অনেকেই। জানা যাচ্ছে , দোকানদার প্রকাশ্যে চিৎকার করছেন খোলা বাজারে দরা দড়ি চলছে এই সাইকেল বিক্রির জন্য। চাহিদাও বেশ ভালো। দাম প্রায় ১৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে।
এলাকায় পুরসভার কাছেই দেদার বিকোচ্ছে এই সাইকেল। কোন পথে হাটে আসছে এই সবুজ সাথী সাইকেলগুলি? এ কথা অনেকেই স্বীকার করেন যে সরকার থেকে যে সাইকেল পড়ুয়াদের সুবিধার্থে দেওয়া হয় সেগুলির গুণগত মান ভালো নয়। অধিকাংশ সাইকেল ব্যবহারের পূর্বে সারাতে হয়েছে। আবার অনেক পড়ুয়াকে সরকারের দেওয়া সাইকেল ব্যবহার না করে অন্য সাইকেল ব্যবহার করতে দেখা গিয়েছে। যার কারণেই সাইকেল বিক্রি করে দিতে দেখা যায় অভিভাবকদের। আর এরপর স্বাভাবিকভাবেই সেগুলি চলে আসে সাইকেলের দোকান। সেখান থেকে হাত ঘুরে তা চলে আসে হাটে। তাই আবারও খোলাহাটে সবুজ সাথী সাইকেল বিক্রির ছবি সামনে এসেছে।