বুড়ো হাড়ে ভেলকি, রোড সেফটি কাপে শচীনের ইনিংস ফিরিয়ে দিল শারজার মরুঝড়

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে নয় বছর পার হল শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া। তবে অবসর নিলেও এখনও পর্যন্ত তার ম্যাজিক যে ফুরিয়ে যায়নি তা তিনি ফের একবার প্রমাণ করলেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। এই লীগে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২০ বলে ৪০ রান করে মন জয় করলেন দর্শকদের।

শুধু ২০ বলে ৪০ রান করে দর্শকদের মন জয় করেছেন এমন নয়, এর পাশাপাশি তার একটি ওভার বাউন্ডারি ফিরিয়ে দিয়েছে ২৪ বছর আগের শারজার মরু ঝড়ের সেই স্মৃতি। ২৪ বছর আগে এই ম্যাচে যে ধরনের ওভার বাউন্ডারি তিনি হাঁকিয়ে ছিলেন সেই একই ওভার বাউন্ডারি হাঁকাতে দেখা গেল এই ম্যাচে।

সেই ওভার বাউন্ডারির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শচীন টেন্ডুলকার ইন্ডিয়া লেজেন্ডস দলের অধিনায়কত্ব করছেন। তিনি এই সিরিজে এবার প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে আগ্রাসী মনোভাবেই তাকে রান করতে দেখা যায়।

এই ম্যাচের তৃতীয় ওভারে ক্রিস ট্রেমলেটের বলে দুটি ছক্কা হাঁকান তিনি। আবার ওই একই ওভারে একটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। রানের গতি দেখে শচীন ভক্তরা মনে করেছিলেন তার ব্যাগ থেকে আশা করা যায় অন্ততপক্ষে হাফ সেঞ্চুরি আসবে। যদিও ৪০ রানে থেমে যেতে হয় তাকে।

যে ওভারে অর্থাৎ ক্রিস ট্রেমলেটের বলে দুটি ছক্কা হাঁকানোর মধ্যে একটি ছক্কা শচীন ক্রিজ থেকে বেশ খানিকটা বেরিয়ে এসে বোলারের মাথার উপর দিয়ে হাঁকান। সেই শট দেখেই দর্শকরা খুঁজে পেয়েছেন ২৩ বছর আগের শারজার সেই মরুঝড়ের স্মৃতি।