Sahara Money Refund: আবেদন করেও ফেরৎ পাননি Sahara-র টাকা! জানুন কী করলে আসবে

Sahara investors will get refund of money deposited through this method: সারাজীবন কষ্ট করে আমরা ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য অর্থ সঞ্চয় করে থাকি। নিজেদের আয়ের থেকে অল্প অল্প করে সঞ্চয় করি যাতে ভবিষ্যতে কোনরকম সমস্যায় পড়তে না হয়। কিন্তু সেই জমানো অর্থ যখন সঠিক সময় ফেরত পাওয়া যায় না, তখন মানসিক দিক থেকে যেকোন বিনিয়োগকারী ভেঙে পড়বে সেটাই স্বাভাবিক। এরকম ঘটনা ঘটেছে যারা সাহারা ইন্ডিয়াতে বছরের পর বছর টাকা বিনিয়োগ করে গেছেন তাদের সাথে। সাহারার ঘটনা আশা করি কমবেশি সবাই জানেন। কেন্দ্রীয় সরকার বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ফেরত দেওয়ার জন্য চালু করেছে সাহারা রিফান্ড (Sahara Money Refund) পোর্টাল।

আপনিও কি সাহারাতে বিনিয়োগ করেছিলেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য একেবারে উপযুক্ত। একসময় যাদের নাম আমরা দেখতে পেতাম ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে তাদের আজকের এই অবস্থা সত্যিই দুঃখজনক। কেন্দ্রীয় সরকার সাহারার টাকা রিফান্ড (Sahara Money Refund) পাওয়ার জন্য যে পোর্টাল চালু করেছিল তাতে আশ্বাস দেওয়া হয়েছিল ৪৫ দিনের মধ্যেই বিনিয়োগকারীরা জমানো টাকার কিছু অংশ ফেরত পাবে। কিন্তু এমন বহু আবেদনকারী আছে যারা এখনো ফেরত পায়নি কোন টাকাই। কি করবে তারা জানেন কি?

ইতিমধ্যেই মোদি সরকার বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছিলেন যে,খুব শিগগিরই অর্থ পেতে শুরু করবে বিনিয়োগকারীরা। কিন্তু আবেদন করার ৪৫ দিন পর আদৌ কি মিলেছে সেই অর্থ? যারা প্রথম পর্যায়ে আবেদন করেছেন সেই সব ব্যক্তিরা ১০ থেকে ২০ হাজার টাকা অর্থ রিফান্ড (Sahara Money Refund) হিসেবে পেয়েছেন। যদি কোন ব্যক্তি আবেদন করার পরও অর্থ না পেয়ে থাকেন তাহলে তাকে পুনরায় আবার আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম একইরকম হবে।

আপনার টাকা ফেরত পাবেন অবশ্যই সেই নিয়ে আপনাকে একেবারেই ভাবতে হবে না। পুনরায় আবেদন করলে আপনি অবশ্যই টাকা ফেরত পাবেন কিন্তু কিছু বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। সাহারা রিফান্ড পোর্টালে (Sahara Money Refund) আবেদন করার সময় নিজের তথ্য অবশ্যই সঠিক দেবেন। নিজের তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সমস্ত ডকুমেন্টস জমা দিন। যদি কোন ভুল তথ্য দেওয়া হয় সে ক্ষেত্রে আপনার আবেদন কিন্তু খারিজ হয়ে যাবে। এই পোর্টালটি আপডেট করার পর আবেদনকারীরা দাবি করতে পারবে ১৯,৯৯৯ টাকা পর্যন্ত।

আরও পড়ুন 👉 সাহারা কর্তা প্রয়াত হলেও ফেরত মিলবে আটকে থাকা টাকা! এই পদ্ধতি করবে কামাল

এবার সব থেকে আসল বিষয়টি জেনে নিতে হবে। তার জন্য মন দিয়ে পড়বেন এই প্রতিবেদনটি। কিভাবে করবেন এই আবেদন? আপনার আটকে থাকা টাকা ফেরত পেতে আপনাকে সাহারা রিফান্ড পোর্টালে (https://mocrefund.crcs.gov.in/) আবেদন করতে হবে। এরপর পোর্টালে নিবন্ধন করতে ক্লিক করুন এই ওয়েবসাইটে https://mocrefund.crcs.gov.in/Depositor/Register-এ। আপনার আধার নম্বরের শেষ চারটি সংখ্যা এবং এটির সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর লিখে সাবমিট করুন। মোবাইল নম্বরে যে ওটিপি যাবে তা যাচাই করুন। এর পরে আপনি একটি ফর্ম পাবেন যা আপনাকে ডাউনলোড করতে হবে। আমি যাবতীয় তথ্য দিয়ে তা পূরণ করুন এবং স্ক্যান করে তা আপলোড করে দিন। সাহারা বিনিয়োগের মেম্বারশিপ নম্বরের রসিদ আপলোড করতে হবে। যদি সমস্ত তথ্য সঠিক হয় আপনি ৪৫ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন।