এই একটি ভুলেই ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কি বলছে SBI

নিজস্ব প্রতিবেদন : যুগের সাথে তাল মিলিয়ে যেমন বাড়ছে ডিজিটাল লেনদেন (Digital Payment), ঠিক তেমনই আবার বাড়ছে প্রতারণার (Fraud) ঘটনা। দেশজুড়ে প্রতিনিয়ত এমন প্রতারণার ফাঁদ পেতে রেখেছে প্রতারকরা। এই সকল ক্ষেত্রে সামান্য একটি ভুলেই হতে পারে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থাকা। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তাদের গ্রাহকদের সচেতন করল।

সম্প্রতি প্রতারকরা দেশের সহজ সরল মানুষদের সঞ্চিত অর্থ হাতিয়ে নেওয়ার জন্য অভিনব ফাঁদ পেতেছে। সেই ফাঁদ হল পুরস্কার দেওয়ার প্রলোভন, কেওয়াইসি (KYC) আপডেট করা ইত্যাদি নানান ধরনের জাল কাজকর্ম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি এই ধরনের মেসেজ থেকে সতর্ক থাকার কথা জানানো হয়েছে। তারা সতর্ক থাকতে বলার পাশাপাশি কিভাবে এই ধরনের ম্যাসেজ ভুয়ো চিনবেন তাও জানিয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মাধ্যমে অথবা এমন ভুয়ো মেসেজ দেখে বিভ্রান্ত হয়ে প্রতারকদের ফাঁদে পা না দেন। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে বারংবার গ্রাহকদের মেসেজ করে এই বিষয়ে সতর্ক থাকার কথা জানানো হচ্ছে। কিন্তু তা সত্বেও বহু গ্রাহক এমন প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। সামান্য একটি ভুল ফাঁকা করে দিতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়াও দেশের অন্যান্য ব্যাঙ্কগুলিও এই বিষয়ে সতর্ক বার্তা দিচ্ছে।

মেসেজ ভুয়ো না আসল, কিভাবে চিনবেন এর পরিপ্রেক্ষিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যেসকল মেসেজ গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হয়ে থাকে সেই সকল মেসেজের প্রেরকের নম্বরের জায়গায় লেখা থাকে ‘SBIBNK’, ‘SBIINB’,’SBIPSG’, ‘SBINO’ এগুলির মধ্যে যেকোনো একটি। সুতরাং এর বাইরে কোন মেসেজ এলে তাতে সাড়া দেওয়ার প্রয়োজন নেই।

এর পাশাপাশি ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, এমন কোন মেসেজ গ্রাহকদের সন্দেহ তৈরি করলে সেই সন্দেহ তারা দূর করে তার পরেই পরবর্তী কাজ করুন। সন্দেহ দূর করার জন্য গ্রাহক সেবা প্রতিনিধিদের সঙ্গে কথা বলা যেতে পারে 18000112211 নম্বরে কল করে অথবা ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করে।