১লা জানুয়ারি থেকে কাজ করবে না SBI-এর এই ডেবিট কার্ড

৩১ শে ডিসেম্বরেই শেষ এসবিআইয়ের Magnetic Stripe ডেবিট কার্ডের মেয়াদ! কিভাবে পাবেন নতুন ডেবিট কার্ড? জেনে নিন।

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে সবাই ব্যাঙ্ক থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন দুটি জিনিষ। যার মধ্যে একটি ফোন, আর অন্যটি তার থেকেও বহুল ব্যবহৃত এটিএম কার্ড বা ডেবিট কার্ড। যেকোনো জায়গায় যাওয়ার সময় নিজের সাথে নগদ টাকা পয়সা নিয়ে বেরোনোয় পকেটমারের ভয় থাকে। যার জন্যই তার বদলে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা লেনদেনে মানুষ বর্তমানে বেশি বিশ্বাসী।

দেশের সবথেকে নামি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম এসবিআই। ফলত এই ব্যাঙ্কের এটিএম কার্ডের ব্যবহারও বহুল। কিন্তু যারা এখনও পর্যন্ত পুরাতন ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন তাদের জন্য এই দুঃসংবাদ। এই বছরেরই ৩১ শে ডিসেম্বর থেকে বাতিল হতে পারে আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Magnetic Stripe ডেবিট কার্ডগুলি।

তবে এ বিষয় ভয় পাওয়ার কারণ নেই, সঠিক নিয়ম জানলে আপনি আবারও আবেদন করতে পারেন আপনার ডেবিট কার্ডের জন্য। অনলাইনের মাধ্যমে বা কোনো অ্যাপলিকেশনের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ আবেদন করতে পারেন আপনার নতুন ডেবিট কার্ডের জন্য। এছাড়াও এসবিআইয়ের যেকোনো শাখায় গিয়ে সরাসরি আপনি কথা বলতে পারেন নতুন ডেবিট কার্ডের বিষয়ে।

৩১ শে ডিসেম্বরের মধ্যে আপনার ম্যাগনেটিক স্ট্রাইপ ডেবিট কার্ডগুলি পরিবর্তন করতে হবে। আরও উন্নত ও সুরক্ষিত ও ইএমভি চিপ এবং পিন ভিত্তিক কার্ডের সাথে। এসবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, “গ্রাহকদের সুরক্ষার খাতিরেই এরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে সমস্ত ম্যাগনেটিক স্ট্রাইপ ডেবিট কার্ডগুলিকে বাতিল করতে চলেছে এসবিআই। সুতরাং ৩১শে ডিসেম্বরের মধ্যেই আপনার কার্ড এসবিআইয়ের যেকোনো শাখা থেকে আপডেটের আবেদন জানাতে পারেন আপনি। তবে এক্ষেত্রে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাও জানিয়েছে এসবিআই।

একটি ট্যুইটের মাধ্যমে ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, যে কোনো ব্যক্তি ৩১ শে ডিসেম্বরের আগে বাড়ির নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় নিজের কার্ড আপডেট করার জন্য আবেদন করতে পারেন। এর জন্য কোনো চার্জ নেওয়া হবে না। যদি আপনার কাছ থেকে কোনরকম চার্জ আদায় করা হয় তবে তার প্রমাণ সমেত এসবিআই শাখায় যোগাযোগ করতে।

তবে এবিষয়ে একটি কথা মনে রাখার কথা বলা হয়েছে, বর্তমান ঠিকানাটি যেন আপনার অ্যাকাউন্টের সাথে আপডেট থাকে। কারন আবেদন করার পর নতুন কার্ডটি আপনার অ্যাকাউন্টের সাথে আপডেট থাকা ঠিকানাতেই যাবে।

অনলাইন জালিয়াতি রুখতে এবং গ্রাহকদের আরও সুরক্ষিতভাবে সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এ বিষয় ব্যাঙ্কের সাথে সহযোগিতা করে এই লক্ষ্য পূরণ করতে গ্রাহকদের থেকে সহযোগিতা চেয়েছে এসবিআই। ব্যাঙ্কয়ের তরফ থেকে এও জানানো হয় যে, ম্যাগনেটিক স্ট্রিপ দেওয়া কার্ডগুলিতে জালিয়াতির সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি এখনও নিজের কার্ড আপডেট না করিয়ে থাকেন, তাহলে তিনি অবশ্যই ৩১ শে ডিসেম্বরের পূর্বে আপডেটেড কার্ডের জন্য নিকটবর্তী শাখায় আবেদন করুন। কারণ পুরোনো কার্ডগুলির মেয়াদ ৩১শে ডিসেম্বরেই শেষ হতে চলেছে।