বিশেষ আমানতে সুদের হার বৃদ্ধি করল SBI ও HDFC ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্য রেপো রেট বৃদ্ধি করার পর বদলে গিয়েছে ব্যাংকের বহু ক্ষেত্রেই হিসেবে নিকেশ। repo rate বৃদ্ধি করার পর দেশের বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে। এর পাশাপাশি বেড়েছে ঋণের উপর সুদের হার।

সম্প্রতি আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফরেন কারেন্সি নন-রেসিডেন্ট আমানতের ক্ষেত্রে বাফার নিয়ম এবং সুদের হারের সীমা শিথিল করেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত ১০ জুলাই থেকে জাতীয় আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ইউএস ডলারের ক্ষেত্রে হিসাব অনুযায়ী সুদের হার পরিবর্তিত হয়েছে।

ইউএস ডলার ক্যাটাগরিতে এবার বছরে ২.৮৫% সুদ পাওয়া যাবে। ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য ম্যাচুওরিটির ক্ষেত্রে আমানতের উপর এখন ৩% সুদ প্রযোজ্য হবে। ৩ বছর থেকে ৪ বছরের কম সময়ের ক্ষেত্রে ডলারের আমানতে ২.১% সুদ পাওয়া যাবে। ৪ বছর থেকে ৫ বছরের কম সময়ের ক্ষেত্রে সুদের হার ৩.১৫% হবে। তবে ইউরো এবং জাপানিজ ইয়েনে ডিনোনেটেড সকল আমানতে সুদের হার অপরিবর্তিত রয়েছে।

HDFC ব্যাঙ্কের তরফ থেকেও এই ধরনের আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে। GBP, EURO ও JPY মুদ্রার ক্ষেত্রে FCNR ডিপোজিট শুধুমাত্র ১ বছরের মেয়াদের জন্য দেওয়া হবে। বর্তমানে FCNR ডিপোজিটগুলি GBP, EURO এবং JPY মুদ্রার অধীনে ১ বছর ১ দিন থেকে ৫ বছরের জন্য বুক করা হয়। যেগুলি স্বয়ংক্রিয় রিনিউয়াল হয়, সেগুলি স্বয়ংক্রিয়ভাবে ১ বছরের মেয়াদের জন্য রিনিউ করা হবে। HDFC তার ওয়েবসাইটে এই বিষয়ে জানানো হয়েছে।

অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত সপ্তাহে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য বিদেশি ঋণ নেওয়ার সময়সীমা বাড়িয়ে দেয়। সরকারি বন্ডে বিদেশি বিনিয়োগের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। ডলারের তুলনায় টাকার দামে পতন ঠেকানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়।