IPL 2025: সারা বিশ্বে অনুষ্ঠিত ক্রিকেট লিগের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ক্রিকেট লিগ হল আইপিএল। যার পুরো নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যা প্রথম ২০০৮ সালে বিসিসিআই দ্বারা প্রতিষ্ঠা লাভ করেছিল। তবে বর্তমানে এই ক্রিকেট লিগ টাটা দ্বারা স্পন্সর হওয়ায় টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামেও পরিচিত। প্রতিবছরের ন্যায় চলতি বছরেও শুরু হতে চলেছে আইপিএল। আর সেই জনপ্রিয় ক্রিকেট লিগ শুরু হওয়ার আগেই দলকে নিয়ে তোপ দাগালেন প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। কোন দলকে নিয়ে কি অভিযোগ আনলেন তিনি? কি কারনেই বা তাঁর এই চরম ক্ষুব্ধতা?
প্রতিবছর মার্চের শেষের দিকে বা এপ্রিলের দিকে শুরু হয় ভারতের প্রতিযোগিতামূলক টোয়েন্টি-২০ লিগ আইপিএল। সেইমতো চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসের ২২ তারিখ থেকে শুরু হবে আইপিএল (IPL 2025)। যে লিগে কেকেআর প্রথম ম্যাচ খেলবে আরসিবি-এর বিপরীতে। ফলস্বরূপ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আইপিএল শুরু হতে। আর এরই মাঝে শাহরুখ খান দলের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার বিস্ফোরক আনলেন নিজের দলকে নিয়েই।
কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর দলের প্রাক্তন অধিনায়ক হলেন শ্রেয়স আয়ার। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ভারতে ফিরেছেন তিনি। আর দেশে ফিরেই দলের নামে বড়সড় অভিযোগ তুললেন প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, তিনি দলের হয়ে দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হন। পাননি যথাযোগ্য গুরুত্ব।
আরও পড়ুন: ভাইরাল আইআইটি বাবার মার্কশিট! জানুন তার JEE Rank ও নম্বর
প্রসঙ্গত, ২০২৪ সালে আইপিএল ম্যাচে কেকেআর দলে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আয়ার। তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল কেকেআর যা এক সাক্ষাৎকারে জানান দলের প্রাক্তন অধিনায়ক। আর এই সাক্ষাৎকারেই তিনি জানান, আইপিএলে নিজের প্রতি সৎ থেকে নিজের কাজগুলো ঠিকঠাক করেন তিনি। কিন্ত দলকে ট্রফি জিতিয়েও তিনি প্রাপ্য স্বীকৃতি পায়নি। যা তার কাছে খুবই খারাপ লেগেছে। যা থেকে স্পষ্ট বোঝা যায় শ্রেয়সের কেকেআর দল ত্যাগ করার প্রধান কারণ।
তবে শুধু যোগ্য সম্মান থেকে বঞ্চিত নয়, শ্রেয়স দল ত্যাগ করলেও তাঁকে দলে রাখার জন্য দলের কোনো সদস্যই ভাবেননি। দল ছাড়ার পর শ্রেয়সের নিলাম হয়। সেই নিলামেও কেকেআর কর্তৃপক্ষ তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি। তবে অন্যদিকে শ্রেয়সকে নিলামে কিনেছেন পাঞ্জাব কিংস। প্রায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে শ্রেয়সকে দলে নেন পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ। যার ফলে আর কেকেআর নয়, আগামী আইপিএলে (IPL 2025) পাঞ্জাব কিংস-এ খেল দেখাবে শ্রেয়স।