Visa: ভিসা-নিষেধাজ্ঞা সৌদি আরবের! বাংলাদেশ সহ ১৪ দেশের নাগরিক এই আইন অপেক্ষা করলে কী হবে জানেন?

বাংলাদেশের কপালে আবারও দুর্ভোগের আশঙ্কা। সৌদি আরবে হজ মৌসুমকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রস্তুতি। আর সেই কারণেই সৌদি আরবের তরফে হজ মরসুমের মাঝেই উমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে বাংলাদেশ সহ ১৪টি দেশের নাগরিকদের জন্য। কূটনৈতিক সূত্র মারফত জানা গিয়েছে, যদিও তা স্থায়ীভাবে প্রযোজ্য হবে না নাগরিকদের জন্য।চলতি বছরের আগামী জুনের মাঝামাঝি সময় অবধি কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। কিন্তু যাদের উমরাহ ভিসা রয়েছে, তাদের ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশে অনুমতি দেওয়া হবে।

বাংলাদেশ ছাড়া কোন কোন দেশের নাম রয়েছে এই তালিকায়? বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন এই দেশগুলির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কূটনৈতিক সূত্র মারফত আরও জানা গিয়েছে, প্রধান দুটি কারণের জন্য এই ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথম কারণটি হল, বিগত বছরগুলিতে অবৈধভাবে হজে অংশ নিয়েছিলেন বহু মানুষ। তারা সৌদি আরবে একাধিকবার প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মরসুমে এসেছিলেন। যার ফল স্বরূপ বাড়তি ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা গিয়েছিল।

আরও পড়ুন: Siksha Mitra: শিক্ষা মিত্রদের কাজে ফেরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের! বকেয়া বেতন কী তবে এবার মিলবে?

দ্বিতীয় কারণটি হল, একাধিক মানুষজন ব্যবসা ও পারিবারিক ভিসার সাহায্যে সৌদিতে বিনা অনুমোদনে কাজ করেন যা ওই দেশের শ্রমনীতি ও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে আরও খবর, এই সাময়িক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিশেষত হজ মরসুমে নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাটো করতে। তা ছাড়াও ভ্রমণ-নীতিমালা আরও সুসংগঠিত করার লক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সৌদির তরফে। কোনও রকম জটিলতা বা শাস্তি এড়াতে সৌদি সব ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান বার্তা দিয়েছে।

আবার বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, কেউ যদি নিষেধাজ্ঞা না মেনে সৌদিতে অবৈধভাবে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে সে ব্যক্তিকে অন্তত পাঁচ বছর সে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সাধারণত সৌদি আরবের সামগ্রিক অভিবাসন ও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার লক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হলে জুনের মাঝামাঝি থেকে আবার আগের মতো ভিসা-প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।