Unique Questions for UPSC : বিয়ের পর মেয়েদের কোন জিনিষটি বেড়ে যায়! ৯০% মানুষ জানেন না

Unique Questions for UPSC : আচ্ছা রাস্তাঘাটে বহু মানুষকে তো সিগারেট খেতে দেখেন। কিন্তু জানেন কি এই সিগারেটের বাংলা অর্থ কি? বিয়ের পর মেয়েদের কোন জিনিসটা বেড়ে যায় বলুন তো? ৯০ শতাংশ মানুষই এর সঠিক উত্তর দিতে পারেন না। অথচ উত্তরগুলি একদম সহজ সরল। উত্তরগুলি জানলে আপনি ভাববেন, কেন পারলাম না এর উত্তর দিতে।

ইউপিএসসি দিয়ে আইএএস, আইপিএস হওয়ার ইচ্ছা রয়েছে সবার মনেই। এই সমস্ত পরীক্ষার ইন্টারভিউ গুলিতে নানা ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। ফাইনাল রাউন্ডের ইন্টারভিউয়ে এমন কিছু প্রশ্ন থাকে, যা আসলেই খুব সোজা। উত্তর প্রায় সবার জানা। কিন্তু নার্ভাসের কারণে সেগুলি আর বলতে পারা যায় না। আজ তেমনি দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব।

১. কোন পাখি আকাশে ডিম পাড়ে। আর ডিম ভূমিষ্ঠ হওয়ার আগেই বাচ্চা হয়ে যায়?
উত্তর – হোমা পাখি।

২. আপনি কি বুধবার, শুক্রবার বা রবিবার ব্যবহার না করে পরপর তিন দিন বলতে পারেন?
উত্তর – গতকাল, আজ এবং আগামীকাল।

৩. পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
উত্তর – শরৎকালে।

৪. ভারতের কোন কোন রাজ্যে বছরে দু’বার বৃষ্টিপাত হয়?
উত্তর – তামিলনাড়ু ও পাঞ্জাব।

৫. ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন?
উত্তর:- আন্না রমজান মালহোত্রা।

৬. যে জিনিসটি মাসে একবার আসে এবং 24 ঘন্টা পূর্ণ হলে চলে যায় তাকে কী বলে?
উত্তর – তারিখ।

৭. কী এমন জিনিস আছে যা ঘুমানোর সাথে সাথে পড়ে যায় এবং ঘুম থেকে উঠলে উঠে যায় ?
উত্তর – চোখের পাতা।

৮. সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?
উত্তর – পার্স।

৯. সিগারেটকে বাংলায় কী বলে?
উত্তর – ধূমপান দণ্ড।

১০. কোন জিনিসটা মেয়েদের বিয়ের পর বেড়ে যায়?
উত্তর – দায়িত্ব

সামনে থাকা ব্যক্তিকে বিভ্রান্ত করতে এই ধরনের প্রশ্ন করা হয়। ইন্টারভিউয়াররা বুঝে নেওয়ার চেষ্টা করেন, সামনে যিনি বসে আছেন তিনি কতটা দক্ষ। তার পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা কতখানি। তার উপস্থিত বুদ্ধি কতখানি। তাই আপনিও যদি ইউপিএসসি দিয়ে সরকারি পদগুলি হাসিল করতে চান, তাহলে এই প্রশ্নের উত্তরগুলি জেনে রাখতে হবে আপনাকে।