Sourav Ganguly: সৌরভের ঝুলিতে রয়েছে এমন একটি রেকর্ড, যা আজও কেউ ভাঙতে পারে নি

Some unique records of Sourav Ganguly, which no one else has: সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান ভারতীয় ক্রিকেটে সত্যি কখনো ভোলার মত নয়। অতীতে ভারতীয় ক্রিকেটের উপর যখন গড়াপেটার কলঙ্ক ভর করে বসেছিল, সেই খারাপ সময় টিম ইন্ডিয়ার হাল ধরেছিলেন প্রাক্তন অধিনায়ক (Sourav Ganguly)। তিনি যেমন একদিকে দলের ভাবমূর্তি স্বচ্ছ্ব করতে সাহায্য করেছিলেন। পাশাপাশি তাঁর অধিনায়কত্বেই প্রচুন তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলে। নতুনদের অন্যতম ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং, যুবরাজ সিং, মহম্মদ কাইফ, জাহির খান, এমনকি মহেন্দ্র সিং ধোনিও।

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আন্তর্জাতিক ক্রিকেটে একজন ব্যাটার হিসেবেও ছিলেন মহীরুহ। হয়তো কেউই জানেন না যে সৌরভের দখলে এমন একটি রেকর্ড রয়েছে, যেই রেকর্ড এখনো অবধি কোন ক্রিকেটার ভাঙতে পারেননি। জানলে সত্যিই অবাক হয়ে যাবেন। আজকের প্রতিবেদনে তারই বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

১৯৯৭ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একদিনের সিরিজ আয়োজন করা হয়েছিল টরোন্টোয়। সেই পাঁচ ম্যাচের সিরিজটির নাম ছিল ‘সাহারা ফ্রেন্ডশিপ কাপ’। সিরিজটিতে ভারত জয়লাভ করেছিল ৪-১ ব্যবধানে। গোটা সিরিজে সৌরভ চারবার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জয় করেছিলেন। এমনকি সেই সিরিজে তিনি ছিনিয়ে নিয়েছিলেন ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটিও। বিশ্ব ক্রিকেটে বাংলার মহারাজের এই রেকর্ড এখনো অবধি কোন ক্রিকেটার ভাঙতে পারেনি। নিজের ক্রিকেট কেরিয়ারে সৌরভ (Sourav Ganguly) ১১৩টি টেস্ট ম্যাচ এবং ৩১১টি একদিনের ম্যাচ খেলেছেন। বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায় আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফরম্যাট মিলিয়ে মোট ১৮,৫৭৫ রান করেছেন।

আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সমস্ত ফরম্যাট মিলিয়ে সৌরভ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন মোট ১৯৫টি ম্যাচে। এতগুলো ম্যাচের মধ্যে ভারত জয়লাভ করতে পেরেছিল ৯৭ টি ম্যাচ। অবসর গ্রহণের পর সৌরভ প্রথমে সিএবি’র প্রেসিডেন্ট হয়েছিলেন। পাশাপাশি প্রেসিডেন্ট ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই ভারতে প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ২৭ বছরের পুরনো সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। কোন রেকর্ডটি ভেঙেছেন এই তরুণ ক্রিকেটার? সম্প্রতি টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছেন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে তিনি ভারতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছিলেন ১৭১ রানের একটি অনবদ্য ইনিংস। যশস্বী জয়সওয়াল ডেবিউ টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পঞ্চম স্থানটি অধিকার করে নিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসে আয়োজিত ডেবিউ টেস্টে ১৯৯৬ সালে ১৩১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। যশস্বী মহারাজের সেই রেকর্ডটি ভেঙে দেন।