Sourav Ganguly New Car: সৌরভের গ্যারেজে নতুন সদস্য, দাম শুনলে ‘থ’ হয়ে যাবেন

Sourav Ganguly bought a Mercedes Benz: মহারাজের সময়টা বিগত কয়েক মাস ধরে খুব একটা ভালো যাচ্ছে না। প্রথমে তার BCCI-এর মেয়াদ শেষ হওয়া, আর তারপর নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েও দলকে সাফল্য এনে দিতে না পারা। পয়েন্ট তালিকার শেষে থেকে দিল্লি ক্যাপিটালসের সব আশা শেষ হয়ে গেছে প্লে অফে যাওয়ার। সব মিলিয়ে বাংলার মহারাজের অবস্থা টালমাটাল। এরই মাঝে কোন নতুন অতিথির আগমণ ঘটলো তার গ্যারেজে (Sourav Ganguly New Car)?

আসল কথা হলো দিল্লি ক্যাপিটালস তারকা খচিত কোচিং স্টাফ তৈরি করলেও সেই ফল আসেনি। এমনকি দলের সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার পর্যন্ত সকলেই দিল্লির ম্যানেজমেন্টের উপর ক্ষোভপ্রকাশ করেছেন। আসলে আকাশ চোপড়ার মত এত দক্ষ ও প্রাক্তন ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে পরিবর্তনের দাবি তুলেছেন। চারিদিকে যখন এই খারাপ অবস্থা চলছে সেই সময় কিছুটা খুশির খবর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly New Car) ঘরে।

সম্প্রতি মার্সিডিজ বেঞ্জের ফেসবুকের পেজে একটি ছবি পোস্ট করা হয়েছিল, তাতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের হাতে একটি মার্সিডিজ বেঞ্জ (Sourav Ganguly New Car) GLS গাড়ির চাবি তুলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয় তাঁদের হাতে ফুলের স্তবকও তুলে দেওয়া হয়েছে। তবে এটি মহারাজ কিনেছেন নাকি তাঁকে কেউ উপহার দিয়েছে তা জানা যায়নি।

সৌরভ গঙ্গোপাধ্যায় সত্যি একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি পরিচিত প্রিন্স অফ কলকাতা হিসেবে। এছাড়া তিনি সম্প্রতি বেঞ্চমার্ক ইন্টারক্রাফ্টসে এসেছিলেন। নতুন মার্সিডিজ বেঞ্জ GLS-এর চাবি যখন তিনি হাতে নিচ্ছিলেন তখন সেটা ছিল একটা মন ভালো করা ছবি। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে মার্সিডিজ বেঞ্জ GLS-এর কলকাতায় বর্তমান দাম ১ কোটি ২৯ লাখ টাকা থেকে শুরু। তবে মজার বিষয় হলো গাড়িটির প্রায় প্রতিটা জিনিস কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজেশনের উপর নির্ভর করে ঠিক হয় চূড়ান্ত দাম। যা আড়াই কোটি টাকা স্পর্শ করতে পারে।

গাড়ির প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভালোবাসার কথা কে না যানে। তিনি যেখানেই যান অবশ্যই তাঁর সঙ্গে থাকে লাল রংয়ের BMW। সেটা শরীর খারাপ হয়ে তিনি হাসপাতালে থেকে বেরনোর সময় হোক কিংবা আমফান দুর্গতদের সাহাযার্থে এগিয়ে যাওয়া হোক। সবসময় তাঁর সঙ্গে থাকে BMW-র লাল রংয়ের গাড়িটি। কিন্তু এবার তারসঙ্গে যোগ হল মার্সিডিজ বেঞ্জের GLS-এর কালো রংয়ের গাড়ি।