হাইকোর্টের নির্দেশে ডির্ভোস মামলায় দ্রুত মুক্তি পাবেন শোভন

কলকাতা পৌর নিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবার খুব তাড়াতাড়ি ডিভোর্স মামলায় মুক্তি পেতে চলেছেন। এমনটাই মনে করা হচ্ছে। এমনটা মনে করার পিছনে রয়েছে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ। আর এই মামলার নিষ্পত্তি হলে রীতিমতো শোভন চট্টোপাধ্যায় হাঁফ ছেড়ে বাঁচবেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আর ডিভোর্স মামলার নিষ্পত্তি হলে বৈশাখীর সঙ্গে শোভন বিয়ের পিঁড়িতে বসবেন কিনা তা দেখার জন্য মুখিয়ে গোটা বাংলা।

বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে গত কয়েক বছর ধরেই। কিন্তু এই মামলার নিষ্পত্তি আর হচ্ছে না। এদিকে শোভন চট্টোপাধ্যায় আগেই রত্নার সঙ্গ ছেড়ে রয়েছেন বৈশাখী বন্দোপাধ্যায়ের সঙ্গে। তাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখা যায়। কিন্তু এসবের পরেও রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলার নিষ্পত্তি না হওয়ায় যেন তাদের সম্পর্ক আইনানুগ রূপ পাচ্ছে না।

আরও পড়ুন: সড়কপথেই ভারত থেকে যাওয়া যাবে থাইল্যান্ড! কাজ কতটা এগোলো

শোভন ও রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আলিপুর আদালতে। তবে এবার এই মামলা নিম্ন আদালত ছেড়ে পৌঁছেছে হাইকোর্টে। বেশ কয়েকদিন ধরে আলিপুর আদালতে এই মামলার সাওয়াল জবাব চললেও যেহেতু এখনো মামলার নিষ্পত্তি হয়নি তাই হাইকোর্টে এই মামলা গড়ানোর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দাবি করেছেন, রত্না চট্টোপাধ্যায় অকারণে মামলা দীর্ঘায়িত করছেন। কলকাতা হাইকোর্ট এমন দাবিকে মান্যতা দিয়েছে এবং আলিপুর আদালতের বিচারকের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই বলে জানিয়েছে। এরই সঙ্গে সঙ্গে এই মামলার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য ও মিথ্যা অভিযোগ আনার অভিযোগ উঠেছিল রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রত্না চট্টোপাধ্যায়কে আদালত ক্ষমা চাইতে বলে। আদালতের নির্দেশ মেনে রত্না চট্টোপাধ্যায় ক্ষমা চাইতে রাজি হন। ক্ষমার বয়ান হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।