বড়দিনে সিউড়ির লাল গির্জায় বিশেষ আকর্ষণ বিশেষ স্যান্টাক্লজ

বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা উৎসবের মেজাজে মেতে উঠেছেন বিভিন্ন জায়গায়। ঠিক সেই রকমই যিশুখ্রিস্টের জন্মদিনে উৎসবমুখর বীরভূমের শহর সিউড়ি। এদিন সকাল থেকেই সিউড়ির ঐতিহ্যবাহী এবং এলাকার সবচেয়ে প্রাচীন গির্জা লাল গির্জায় ভিড় জমাতে দেখা যায় বহু মানুষকে। সিউড়ির লালকুঠিপাড়ায় অবস্থিত এই গির্জায় সকালবেলায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও দিনভর নানান অনুষ্ঠান।

সিউড়ির লাল গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা ছাড়াও অন্যান্যদের ও ভিড় জমাতে দেখা যায়। যিশুখ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে গির্জা এবং গির্জা চত্বর সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানেই এবার এক বিশেষ স্যান্টাক্লজ নজর কাড়ছে সবার।

আরও পড়ুনঃ সিউড়ি উৎসবের প্রস্তুতি তুঙ্গে! হয়ে গেল মাঠ পরিদর্শন, পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান

সিউড়ির লাল গির্জায় দিনভর নারায়ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকলেও সন্ধ্যেবেলায় এই চত্বর সবচেয়ে বেশি জমজমাট হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এখানে সন্ধ্যেবেলায় ভিড় জমান।