Central Ministry: সৌমিত্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়! বাংলা থেকে কে কে পেতে পারেন কোন কেন্দ্রীয় মন্ত্রিত্ব!

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ এর লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি ৪০০ আসন পার করার স্লোগান তুলেছিল, সেই জায়গায় তারা শরিকদের নিয়ে ৩০০ আসন বের করতে পারেনি। নিজেদের আসন সংখ্যা ২০১৯ এর তুলনায় ৬৪ টি কমেছে। তবে এসবের মধ্যেও এনডিএ শিবিরই সরকার গঠন করবে তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। আর তারা সরকার গঠন করলে কে কোন মন্ত্রিত্ব (Central Ministry) পাবে তা নিয়ে এখন শুরু হয়েছে জল্পনা।

Advertisements

গোটা দেশেই বিজেপির সিট সংখ্যা কমার পাশাপাশি বঙ্গ বিজেপিতেও সিট সংখ্যা কমেছে। ২০১৯ সালে যেখানে ১৮টি আসন ছিল সেই জায়গায় এখন আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২। তবে আসন সংখ্যা কমলেও বাংলা থেকে বেশ কয়েকজনের নাম উঠে আসছে কেন্দ্রীয় মন্ত্রীত্ব পাওয়ার বিষয়ে। যাদের নাম উঠে আসছে সেই তালিকায় রয়েছেন নবাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে ভরাডুবির মাঝেও নিজের আসন ধরে রাখা সৌমিত্র খাঁয়ের নামও।

Advertisements

শুক্রবার দিল্লিতে নবনির্বাচিত সাংসদদের নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটি বৈঠক ডেকেছে। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে সকাল ১১টা নাগাদ বুঝতে পারে এই বৈঠক। যে বৈঠকের পরই নাকি কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিতে পারে কাদের কাদের মন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। এনডিএ শরিকরা ইতিমধ্যেই সুযোগ বুঝে একাধিক মন্ত্রিত্বের দাবি তুলেছেন। সেই জায়গায় মন্ত্রিত্ব ম্যানেজ নিয়ে বেশ জটের মধ্যে রয়েছে বিজেপি বলেই ওয়াকিবহাল মহলের দাবি।

Advertisements

আরও পড়ুন ? Kangana Ranaut vs CISF: কঙ্গনা রানাওয়াতকে থাপ্পড়, ভাইরাল ভিডিও! চরম শাস্তির মুখে অভিযুক্ত সিআইএসএফ

বাংলা থেকে যাদের শিকেয় মন্ত্রিত্ব আসতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে তাদের তালিকায় প্রথমেই রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুক থেকে জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা দ্বিতীয়বারের বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরকে পুনরায় মোদি মন্ত্রিসভার সদস্য করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। এছাড়াও এই তালিকায় থাকতে পারেন দুবারের সাংসদ সৌমিত্র খাঁ, খগেন মুর্মু, জয়ন্ত রায়ও। এর পাশাপাশি আরও একটি নাম উঠে আসছে আর সেটি হল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর।

অন্যদিকে আরও এক নাম যা নিয়ে এখন চরম জল্পনা তৈরি হয়েছে আর সেই নামটি হল সুকান্ত মজুমদার। যদিও সুকান্ত মজুমদার যেহেতু এখনো রাজ্য সভাপতি রয়েছেন তাই অনেকেই মনে করছেন তার কেন্দ্রীয় মন্ত্রিসভায় হয়তো জায়গা নাও হতে পারে। এছাড়াও সভাপতির পদ থেকে সরিয়ে অন্য কাউকে সভাপতি করানোর পরও মন্ত্রিসভায় আনার প্রক্রিয়া অনেক জটিল। তবে সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

Advertisements