MSCWB Recruitment: সৎকার কর্মী নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, আবেদন করা যাবে অনলাইনে।

Government is going to recruit funeral workers through MSCWB: বহুদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের অধীনে সৎকার কর্মীর পদে নিয়োগ (MSCWB Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। SWM-I-এর অধীনে সৎকার কর্মীর স্থায়ী পদে নিয়োগের জন্য ওয়েবসাইট https://www.mscwb.org-এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

নোটিফিকেশন নম্বর

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বিভাগ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ, গভর্নমেন্টের অনুমোদনের রেফারেন্সে পশ্চিমবঙ্গের ভিডিও নং 531-UDMA-25011(11)/11/2023-LSG SEC তারিখ 11.01.2024।

নিয়োগ বোর্ড

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ​​সার্ভিস কমিশন (WBMSC)

পদের নাম

সৎকার কর্মী পদে কর্মী নিয়োগ করা হবে।

বিভাগ (MSCWB Recruitment)

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন SWM-I বিভাগের অধীনে

বেতনের স্তর

ROPA 2019-এর লেভেল ১ অনুযায়ী নির্ধারিত করা হবে।

প্রয়োজনীয় যোগ্যতা
  • ভারতের নাগরিক হতে হবে।
  • শারীরিকভাবে ফিট হতে হবে।
  • বহিরাগত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে সক্ষম হতে হবে।
বয়স

বিজ্ঞপ্তির বছরের ১লা জানুয়ারিতে বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (MSCWB Recruitment)

লিখিত ও ইন্টারভিউ

কর্ম দায়িত্ব

তাদের দায়িত্ব হবে কেএমসির অধীনে বিভিন্ন ওয়ার্ডের গলি, রাস্তা ইত্যাদি থেকে ছোট-বড় মৃতদেহ সংগ্রহ করা।

শূন্যস্থান

মোট শূন্যপদ ৯টি। ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ UR-০২, SC-০২, ST- ০১, OBC (A)-০১, OBC (B)-০১, UR (এক্স-সার্ভিসম্যান)-০১, UR – ০১

আরও পড়ুন 👉 Kolkata Police Recruitment: মাধ্যমিক পাশেই পুলিশে চাকরি, ৩৭৩৪ জন কনস্টেবল নিয়োগ হবে কলকাতা পুলিশে

আবেদন পদ্ধতি (MSCWB Recruitment)
  • প্রথমে, অফিসিয়াল ওয়েবসাইট @ mscwb.org প্রবেশ করতে হবে।
  • আপনি যে WBMSC নিয়োগ বা কেরিয়ারের জন্য আবেদন করতে যাচ্ছেন, সেখানে ক্লিক করুন।
  • ‘সৎকার কর্মী’-এর চাকরির বিজ্ঞপ্তিটি খুলুন এবং যোগ্যতা যাচাই করুন।
  • আবেদনপত্র শুরু করার আগে শেষ তারিখটি লক্ষ্য করবেন।
  • আপনি যদি যোগ্য হন, কোন ভুল ছাড়াই আবেদনপত্র পূরণ করুন।
  • আবেদন ফি প্রদান করুন (যদি প্রযোজ্য হয়) এবং শেষ তারিখের আগে আবেদনপত্র জমা দিন।
  • আবেদন ফর্ম নম্বরটি ক্যাপচার করে রাখুন।
আবেদন ফি/প্রসেসিং চার্জ

আবেদন ফি শুধুমাত্র অনলাইন মোডে WBMSC-কে প্রদেয়।

  • U.R & O.B.C প্রার্থীরা এর জন্য আবেদন ফি ১৫০ টাকা এবং প্রসেসিং চার্জ ৫০ টাকা। অর্থাৎ, মোট ২০০ টাকা।
  • SC, S.T এর জন্য & P.W.D প্রার্থীদের শুধুমাত্র প্রসেসিং চার্জ ৫০ টাকা দিতে হবে।
  • অন্যান্য রাজ্যের SC/ST/OBC প্রার্থীদের জন্য কোনও ফি ছাড় পাওয়া যায় না।