মাত্র তিনটি সেটিংস চালু রাখলেই চুরি যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাওয়া যাবে সহজে! জেনে নিন কীভাবে

হঠাৎ করে যদি আপনার হাত থেকে অ্যান্ড্রয়েড ফোনটি কেউ ছিনিয়ে নেয় বা চুরি করে পালায়, তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড ফোনে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আগে থেকেই চালু করে রাখলে ফোন চুরি হলেও সেটি ট্র্যাক করা এবং উদ্ধার করা অনেক সহজ হয়।

গ্যাজেট বিশ্লেষক অভ্র রায় জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষার জন্য কয়েকটি নির্দিষ্ট অপশন সবসময় চালু রাখা উচিত। প্রথমেই যেতে হবে Settings > Security & Privacy সেকশনে। সেখান থেকে ‘Require Password to Power Off’ ফিচারটি অন করতে হবে। এটি চালু থাকলে ফোন সুইচ অফ করতে গেলেও পাসওয়ার্ড দিতে হবে, ফলে দুষ্কৃতীরা ফোন বন্ধ করতে পারবে না।

আরও পড়ুন: আমেদাবাদের পর এবার মুম্বইয়ে এক লাখ আসনের স্টেডিয়াম, জমি দিতে প্রস্তুত মুখ্যমন্ত্রী

তবে ফোন চুরি হওয়ার পর অনেক সময় চোররা ফোনটিকে Airplane Mode অন করে ট্র্যাকিং বন্ধ করার চেষ্টা করে। এই সমস্যা রুখতে, অভ্রর পরামর্শ Notification Panel-এ Swipe Down Access বন্ধ করে দিতে হবে। সেটিংসে গিয়ে এই অপশনটি ডিজেবল করলে, ফোন লক থাকা অবস্থায় কেউ নোটিফিকেশন বার নামিয়ে বিমান মোড অন করতে পারবে না।

আরও একটি বড় সমস্যা হলো, ফোন চুরি হলে চোররা সিম কার্ড খুলে ফেলে দেয়। ফলে নেটওয়ার্ক সংযোগ না থাকলে ফোন খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিরও সমাধান রয়েছে।

এজন্য যেতে হবে Google’s All Services-এ। সেখান থেকে Find My Device ফিচারে প্রবেশ করতে হবে এবং ‘Find your offline device without network’ অপশনটি চালু করতে হবে। এর ফলে ইন্টারনেট বা সিম না থাকলেও ফোনের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।

যদি আপনি Samsung ব্যবহারকারী হন, তাহলে আরও সহজ। শুধু Find My Mobile অ্যাপে গিয়ে Offline Finding অপশনটি অন করে রাখলেই চলবে। এই তিনটি সেটিংস চালু থাকলে, ফোন হারালেও তার অবস্থান চিহ্নিত করা সহজ হবে। তবে ফোন চুরি গেলে দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করাও অত্যন্ত জরুরি, জানিয়েছেন বিশেষজ্ঞরা।