Umbrella বানান বলতে নাকানিচোবানি, উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবি ফেলুদের

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের শুক্রবার এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায়, ২৭২ জন মেধা তালিকায় ঐতিহাসিক এবং নজিরবিহীন। এর আগে কোনদিন এত সংখ্যক পরীক্ষার্থীকে মেধা তালিকায় থাকতে দেখা যায়নি।

তবে এরই মধ্যে আবার বহু জায়গাতেই বহু পরীক্ষার্থী পাশই করতে পারেনি। হোম সেন্টারের পরীক্ষা হওয়ার সুবাদে বহু পরীক্ষার্থীকে সুবিধা নিতে দেখা গেলেও এইসকল পরীক্ষার্থীরা পাশ করতে না পারায় এখন শুরু হয়েছে তাদের আন্দোলন বিক্ষোভ। জেলায় জেলায় এই আন্দোলনের ছবি ধরা পড়ছে। তাদের একটাই দাবি, পাশ করাতে হবে।

জেলায় জেলায় যেসকল ফেল করা পরীক্ষার্থীরা তাদের পাশ করানোর দাবিতে আন্দোলনে নেমেছে তাদের মধ্যে এক পরীক্ষার্থীর সাক্ষাৎকার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার মতামত এবং কথাবার্তা শুনে হেসে গড়াগড়ি দেওয়ার মত অবস্থা সোশ্যাল মিডিয়ার দর্শকদের।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, আন্দোলনরত ওই সকল পড়ুয়াদের মধ্যে এক পড়ুয়ার কাছে যান এক সাংবাদিক। তারপর তিনি তাঁকে প্রশ্ন করেন, তাঁরা কেন পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন? এই প্রশ্নের উত্তরে ওই ছাত্রী বলেন, “আমাদের ইংরেজিতে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমরা অন্য বিষয়ে ভাল রেজাল্ট করলেও ইংরেজিতে কেন ফেল করানো হয়েছে। তাই আমাদের ইংরেজিতে পাশ করিয়ে দিতে হবে।”

ছাত্রীর এই কথা শুনে ওই সাংবাদিক ছাত্রীকে প্রশ্ন, আচ্ছা Umbrella বানান বলতো। সাংবাদিকের এই প্রশ্ন শুনেই ওই ছাত্রী নাকানিচোবানি খেতে শুরু করে। দু’বার Umbrella বানান বলার চেষ্টা করলেও সফল হয়নি। এরপর ওই সাংবাদিক তার পাশে থাকা ফেল করা ছাত্রীদের প্রশ্ন করেন, কেউ কি বলতে পারবে? যদিও এর উত্তর মেলেনি। একইভাবে আরও একটি জায়গায় আন্দোলনরত পড়ুয়াদের মধ্যে H.S. এবং Higher Secondary-র মধ্যে দ্বন্দ্ব বাদে। এমনকি তাদের মধ্যে অনেকেই Higher Secondary বানান বলতে ব্যর্থ হন।