Temperature increased in South Bengal: মাঘ মাস শেষ না হতেই এ-কী অবস্থা! তরতরিয়ে বাড়ল তাপমাত্রা, ঘাম ঝরছে দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই কনকনে ঠান্ডায় কাঁপছিল দক্ষিণবঙ্গ (South Bengal)। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে যেভাবে তাপমাত্রার পারদ নেমেছিল তাতে রীতিমতো জুবুথুবু অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। তবে সোমবার থেকে যে অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে তাতে রীতিমতো ঘাম ঝরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আচমকা সোমবার দক্ষিণবঙ্গে বাড়লো সর্বনিম্ন তাপমাত্রা (Temperature increased in South Bengal)।

যদি রবিবারের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সোমবার এই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস, সোমবার সেই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় রবিবার ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, সোমবার তাপমাত্রায় খুব বেশি বদল না এলেও বেড়ে দাঁড়িয়েছে ১৮.৬° সেলসিয়াস। একইভাবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

আবহাওয়ার এমন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই প্রশ্ন জাগছে তাহলে কি পাকাপাকিভাবে বিদায় নিতে শুরু করল শীত? এই প্রশ্নের উত্তরে বলা যায়, মাঘ মাস শেষ হতে না হতেই এমনটাই ইঙ্গিত মিলছে হাওয়া অফিস সূত্রে। কেননা আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা পতনের কোন লক্ষণ নেই, উপরন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস। আর এসবের কারণেই মাঘ মাসের শেষ থেকেই ঘাম ঝড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন 👉 Weather Update by IMD: ঝরঝরে ওয়েদার অতীত! হালকা নয়, এবার ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের যে চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই চার জেলা হলো বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পশ্চিম বর্ধমান। সোমবারের পাশাপাশি মঙ্গলবার এই সকল জেলায় বৃষ্টির রেস কেটে গেলেও আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায়। তবে এই সকল জেলা ছাড়া দক্ষিণের অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পশ্চিম বর্ধমানের বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি মঙ্গল এবং বুধবার এই সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। এমনকি আগামী দিন দুয়েক একই রকম তাপমাত্রা থাকবে বলেও আশা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পতনের কোন লক্ষণ নেই। তবে এখনই পাকাপাকিভাবে শীত বিদায় নেবে কিনা তা সম্পর্কে হওয়া অফিসের তরফ থেকে নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি, কেবলমাত্র ইঙ্গিত দেওয়া হয়েছে।