Sumit Ganguly: ‘এখনকার সবাই আঁতেল’, বাংলা সিনেমা বিস্ফোরক মন্তব্য একসময়ের নামকরা ভিলেন সুমিত গাঙ্গুলি

Sumit Ganguly made an explosive comment on Bengali cinema: বর্তমানে বাংলা সিনেমার আমূল পরিবর্তন হয়েছে। আগে নায়কের থেকেও দর্শককে মুগ্ধ করত খলনায়কের অভিনয়। নায়কের সমান গুরুত্ব পেত তারা এমনকি জায়গা থাকতো পোস্টারেও, কিন্তু সেসব এখন অতীত। দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন বাংলা সিনেমার বহু খলনায়ক, সেই তালিকায় অন্যতম ছিলেন সুমিত গঙ্গোপাধ্যায়(Sumit Ganguly)। তার অভিনয় ভক্তদের মন কেড়েছিল সহজেই। এমনকি তার অভিনয় এতটাই খাঁটি ছিল দর্শক বহুসময়ে ঘৃণা প্রদর্শন করেছেন। বুঝিয়ে দিতেন এমন খলনায়ক তাদের মোটেও পছন্দ নয়।

তিনি (Sumit Ganguly) চল্লিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে বহু ভালো ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন কিন্তু এখন তাকে আর দেখতে পাওয়া যায় না। কোথায় হারিয়ে গেল এই দুর্ধর্ষ খলনায়ক? তিনি কি আসলে নেপটিজমের শিকার? জিজ্ঞেস করাতে যা বললেন শুনে রীতিমতো অবাক হয়ে যেতে হবে। তিনি বললেন আগেকার সেই পরিচালক নেই তাই তাকেও আর দেখতে পাওয়া যায় না। এখনকার সমস্ত পরিচালকরা আঁতেল।

এখনকার পরিচালকেরা সিনেমাটাই বোঝে না। তাদের অদ্ভুত অদ্ভুত সব সাবজেক্ট কারো একটা হাত নেই একটা পা নেই, তারাও নাকি আবার হিরো! হাঁটতে পারে না, চলতে পারে না। ছোট একটা ঘিঞ্জি বস্তিতে থাকে, বাজারে গিয়ে টমেটো-পচা মাছ দর করছে সেও আবার হিরো। এই ধরণের সিনেমাও আজকাল দর্শক গিয়ে সিনেমা হল-এ ঝা চকচকে বড়পর্দায় দেখে। এই রকম প্লট এ সে (Sumit Ganguly) সিনেমা করতে চায়না।

সম্প্রতি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিলেন এই অভিনেতা। তিনি (Sumit Ganguly)কি আদৌ অভিনয়ের সুযোগ পাচ্ছেন? অভিনেতার অভিনয় নিয়ে প্রশ্ন করাতে তিনি বলেন, বর্তমানের বেশিরভাগ সিনেমাতে খলনায়কের চরিত্র থাকেনা তাই তার সুযোগ অনেকটাই কমে যাচ্ছে। এখনকার পরিচালকরা বাংলা কমার্শিয়াল সিনেমা দেখেনি। তাই এই ধরনের অভিনেতাদের জন্য ঠিকভাবে কাজের সুযোগ করতে পারবেন না তারা।

কোনো এক সময় বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি নামকরা অভিনেতা ছিলেন। তাকে পর্দায় দেখলে ভয়ে কাঁটা হয়ে যেত সমস্ত দর্শক। তার চেহারায় যে রাগ ছিল তা সহজে এড়িয়ে যাওয়ার উপায় নেই কারও। এমনটাও শোনা গিয়েছে বহু বাড়ির ছেলেমেয়েরাও ভয়ে সিঁটিয়ে থাকত একঝলক অভিনেতাকে দেখে। এত জনপ্রিয়তার পরও আজও দর্শক তাঁকে পর্দায় দেখতে মুখিয়ে আছে।