ব্যাটিং শুরু গরমের, তাপমাত্রা বেড়ে কত দাঁড়াবে জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত হালকা শীতের আমেজ টানলেও মার্চের শুরু থেকেই ব্যাটিং শুরু হয়েছে গরমের। সবেমাত্র মার্চের শুরুতেই গরমের হাঁসফাঁস অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। সকালবেলা মনোরম আবহাওয়া থাকলেও বেলা দশটা এগারোটা বাজতেই বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে কোন জায়গায় পৌঁছাবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ তা জানালো হাওয়া অফিস।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। বুধবার অর্থাৎ দু’দিনের মধ্যেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছে যাবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। সূর্যের তেজ আরও বাড়বে, নাজেহাল অবস্থা হবে রাজ্যের বাসিন্দাদের।

অন্যদিকে শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে বীরভূম এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে হতে সপ্তাহান্তে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩৪ ডিগ্রির কাছাকাছি। পাশাপাশি জানানো হয়েছে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন পূর্বাভাস নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।

অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। প্রথমদিকে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পড়তে পারে বলে মনে করা হলেও তার প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে শ্রীলঙ্কা উপকূল হয়ে অন্ধ্র উপকূলের দিকে এগোতে থাকবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত কিছুটা হলেও যে মনোরম আবহাওয়া বজায় রয়েছে তা আর দীর্ঘস্থায়ী হবে না। আগামী দিন দুয়েকের মধ্যেই এই মনোরম আবহাওয়া অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। এর পাশাপাশি আপাতত বৃষ্টির পূর্বাভাস না থাকায় খুব অল্প দিনের মধ্যেই তাপমাত্রার পারদ অনেকটাই বেড়ে যাবে।