বাড়ল রাজ্যের সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি! পড়ুয়ারা কবে থেকে ফিরবে ক্লাসে?

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে চলমান গ্রীষ্মকালীন ছুটি আরও কিছুদিনের জন্য বাড়ানো হল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়গুলি ১৩ মে এবং মাধ্যমিক বিদ্যালয়গুলি ২৪ মে থেকে খোলার কথা ছিল। কিন্তু অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ফলে, শিক্ষা দফতর ছুটি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ জুন, সোমবার থেকে সব বিদ্যালয় খুলবে। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। একইসঙ্গে তিনি বেসরকারি স্কুলগুলির কাছেও আর্জি জানান, কয়েকদিনের জন্য পাঠদান বন্ধ রাখার।

আরও পড়ুন: ক্রিকেট দুনিয়ায় বীরভূমের নাম উজ্জ্বল করলো ছোট্ট সুবর্ণ! পেল সৌরভের থেকে পুরস্কার

মুখ্যমন্ত্রী বলেন, “অতিরিক্ত গরমের জন্য সরকারি স্কুলগুলিতে ছুটি বাড়ানো হয়েছে। বেসরকারি স্কুলগুলোকেও অনুরোধ করব, বাচ্চাদের কথা ভেবে কয়েকটা দিন স্কুল বন্ধ রাখুন। কোনও জোর করে নির্দেশ দিচ্ছি না, শুধু আবেদন করছি। রবীন্দ্রজয়ন্তীর দিন থেকেই ছুটি শুরু করলে ভালো হয়।”

এই সিদ্ধান্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব বিদ্যালয়ের জন্য প্রযোজ্য। এবার দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকার বিদ্যালয়গুলিও এই ছুটির আওতায় এসেছে, যেখানে আগে ছুটির সময়সীমা বাড়ানো হয়নি। এখন প্রশ্ন, মুখ্যমন্ত্রীর এই অনুরোধে বেসরকারি স্কুলগুলি সাড়া দেবে কি না।