Suri: বালির গাড়ির দাপট, জ্যামে পড়ে অ্যাম্বুলেন্সেই ডেলিভারি, পথে নামল বিজেপি

Suri: সিউড়ি শহরের বেহাল অবস্থা, শহরের রাস্তা থেকে শুরু করে আলো ইত্যাদির পরিকাঠামো ভেঙে পড়ছে, শহরের উপর দিয়ে রাতে লাগাতার বালি বোঝায় বড় বড় ডাম্পার যাতায়াতের কারণে জ্যাম, জ্যামের কারণে অ্যাম্বুলেন্সেই ডেলিভারি ইত্যাদি একগুচ্ছ দুরাবস্থাকে সামনে রেখে বিজেপির তরফে সিউড়ি পৌরসভায় একটি স্মারকলিপি প্রদান করা হলো।

তাদের তরফে ঠিক কি কি অভিযোগ এনে সিউড়ি (Suri) পৌরসভায় স্মারকলিপি জমা দেওয়া হল শুনে নেব। অন্যদিকে বিজেপির এই সমস্ত অভিযোগের কিছুটা মেনে নিয়েছেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তবে বাকি দাবী দাওয়া তিনি ভ্রান্ত বলেই জানিয়েছেন।