তসরকাটায় পিকনিকে দীর্ঘদিনের সমস্যার সমাধান অধরা! নিরাশ পর্যটকরা

বীরভূমের সিউড়ি শহরের ধারে কাছে যে সকল পিকনিক স্পটগুলি রয়েছে সেগুলির মধ্যে ইদানিংকালে অন্যতম জনপ্রিয়তা পেয়েছে তসরকাটা। সিউড়ি থেকে মাত্র তিন চার কিলোমিটার দূরে থাকা এই স্পটে প্রতিবছর অগণিত মানুষেরা পিকনিক করতে যান। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই এখানে পিকনিকের ভিড় বাড়তে শুরু করে। আর তা চলে জানুয়ারির শেষ এমনকি ফেব্রুয়ারি মাসেরও বেশ কিছুদিন।

তবে এই পিকনিক স্পটে বহু মানুষেরা পিকনিক করতে এলেও সবচেয়ে বড় সমস্যা পানীয় জল বলেই দাবি করছেন। পিকনিক করতে আসা মানুষদের দাবি, এখানে কোনরকম পানীয় জলের কল নেই বললেই চলে। একটি মাত্র কল রয়েছে তবে সেই কল থেকে যে জল নির্গত হয় তা পান করার অযোগ্য। ওই জল দিয়ে কেবলমাত্র বাসনপত্র ধোয়া হয়।

আরও পড়ুনঃ জল্পনার অবসান, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি হলেন উদয় শঙ্কর ব্যানার্জি

তাদের আরো দাবি, যদি এখানে পানীয় জলের কল থেকে অন্যান্য বেশকিছু ব্যবস্থা করা হয় তাহলে এই পিকনিক স্পট আরো জনপ্রিয়তা পাবে।