‘PK’-তে ‘চার কদম’-এ নজর কেড়ে ‌সুশান্ত রেখে গেলেন ধোনির আনটোল্ড স্টোরি

নিজস্ব প্রতিবেদন : ফুল পরিস্ফুটিত হওয়ার আগেই ঝরে পড়ে গেল। রবিবার সকলকে ছেড়ে চলে গেলেন বলিউডের অন্যতম উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত। হঠাৎ তার এমন প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। অথচ এই সুশান্ত সিং রাজপুতই একদিন মহেন্দ্র সিং ধোনিকে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। আর তখন তার লড়াই দেখে কেউ হয়তো ভাবতে পারেনি জীবনযুদ্ধে মাত্র ৩৪ এ হেরে যেতে হবে এই তারকাকে।

তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, সাফল্য পেয়েছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু সফলতা জীবনে অনেক কিছু দিলেও সব সময় জীবনের পথকে মসৃণ করে না তা প্রমাণ করলেন সুশান্ত সিং রাজপুত। তার বেশকিছু ছবি ব্লকবাস্টার হিট, অভিনেতা হিসেবে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি, আর তাই এসকল নতুনদের দৌড়ে তাকে আলাদা করে তুলেছিল। জীবনের শেষ পরিণতি বেছে নেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর যে পোস্টটি ছিল তাতে চিন্তার ছাপ ধরা পড়েছিল। ২০০২ সালে মাকে হারানোর পর শেষ পোস্টে ফুটে উঠেছিল মায়ের ছবি। আর তাতেই লিখেছিলেন, “চোখের জলে আবছা হয়েছে অতীত, ভবিষ্যতের দিকে তাকিয়ে মুখে ফুটছে হাসি, আর জীবন যেন এই ভবিষ্যৎ ও অতীতের দোলাচলে কাটছে…মা”।

সুশান্ত সিং রাজপুতের বলিউডে পা পরে ২০১৩ সালে ‘কাই পো চে’ ছবির মধ্যে দিয়ে। আর এই প্রথম ছবিতেই সকলের নজর কেড়ে ফিল্মফেয়ার সেরা অভিষেক হওয়া অভিনেতার পুরস্কার পান। সে বছরই আরও একটি ছবি ‘শুদ্ধ দেশি’। এরপর এই সকলের প্রশংসা করে নেন ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে দক্ষতার পরিচয় দিয়ে। এছাড়াও PK, ছিছোঁড়, সোনচিরিয়া, এমএস ধোনি দ্য আনটোল্ড। এতসবে সফলতা সত্ত্বেও এইভাবে এই তরুণ অভিনেতাকে হারাতে হবে কেউ ভেবে উঠতে পারেনি।

২০১৪ সালে Pk ছবিতে এই তরুণ অভিনেতাকে দেখা গিয়েছিল অনুষ্কার সাথে রসায়নে মজতে। ‘চার কদম, ব্যস চার কদম চল দো না সাথ মেরে’ গানে নজর কেড়েছিলেন এই অভিনেতা একজন সাপোটিং অ্যাক্টরের ভূমিকায় অভিনয় করে। তবে তিনি অর্থাৎ সুশান্ত সিং রাজপুত ‘চার কদম’ একসাথে চলার কথা বললেও একসাথে অন্যান্যদের সঙ্গে চলতে পারলেন না। সকলকে ছেড়ে তিনি আজ পাড়ি দিলেন অন্য জগতে।

সুশান্ত সিং রাজপুতের ক্যারিয়ারে পুরো দিশা বদলে দেওয়া ছবি হলো ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’। ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের জীবনকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরার অন্যতম দায়িত্ব ছিল সুশান্তর। এই ছবিতে অভিনয় করার সময় তিনি যেন মহেন্দ্র সিং ধোনির ছায়াসঙ্গী হয়ে পড়েছিলেন। ছবিতে যেমনটা দরকার ছিল ঠিক সেইভাবেই চমৎকার রকম অভিনয় দেখা গিয়েছিল সুশান্তর থেকে। ক্যারিয়ারের সবথেকে চ্যালেঞ্জিং রোল ফুটিয়ে তুলেছিলেন অসামান্য দক্ষতায়। আর সেসব দক্ষতা রয়ে গেল ধোনির আনটোল্ড স্টোরি ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’তে।