দেখে নিন দেশের সবচেয়ে নোংরা শহরের তালিকা

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে বৃহস্পতিবার ঘোষণা করা হলো স্বচ্ছতা সার্ভে ২০২০। আর এই স্বচ্ছতা ছাড়বে ঘোষণা হওয়ার সাথে সাথেই জানা গেল দেশের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হল ইন্দোর। ইন্দোর এই নিয়ে চতুর্থবার দেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল। আর এই স্বচ্ছ শহরের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে গুজরাতের সুরাট। তৃতীয় স্থান অধিকার করেছে মহারাষ্ট্রের নবি মুম্বই। এদিন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি এই তালিকা ঘোষণা করেন।

তালিকা ঘোষণা করার আগে দেশের ৪২৪২টি শহরের উপর ২৮ দিন ধরে সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষা চালানো কালীন নজর দেওয়া হয়েছিল শহরের জমা জল পরিষ্কার, বর্জ্য জলের প্রতিশ্রুতি করণ এবং তার পুনর্ব্যবহার, কঠিন বর্জ্য পদার্থ এবং বায়ু দূষণ ইত্যাদির উপর। সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ২ কোটি মানুষ। আর এই সমীক্ষার ফলাফল হিসাবে ইন্দোর যেমন দেশের সবথেকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে ঠিক তেমনি বেশ কয়েকটি শহর রয়েছে যারা দেশের সবথেকে নোংরা শহরের তকমা অর্জন করেছে।

সমীক্ষা চালানোর ক্ষেত্রে প্রতিটি শহরকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি ভাগ হল ১০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর এবং অন্যটি হলো ১০ লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট শহর হিসেবে।

১০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর হিসাবে দেশের সবচেয়ে নোংরা শহরের তালিকা

এই বিভাগে দেশের সবচেয়ে নোংরা শহরের শিরোপা পেয়েছে বিহারের পাটনা। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির পূর্ব দিল্লি। এরপর যথাক্রমে যে শহরগুলি রয়েছে সেগুলি হল চেন্নাই (তামিলনাড়ু), কোটা (রাজস্থান), উত্তর দিল্লি (দিল্লি), মাদুরাই (তামিলনাড়ু), মিরাট (উত্তরপ্রদেশ), কোয়েম্বাটুর (তামিলনাড়ু), অমৃতসর (পাঞ্জাব), ফরিদাবাদ (হরিয়ানা)।

১০ লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট শহর হিসাবে দেশের সবচেয়ে নোংরা শহরের তালিকা

এই বিভাগে দেশের সবচেয়ে নোংরা শহরের তালিকায় প্রথম রয়েছে বিহারের গয়া, দ্বিতীয় স্থানে রয়েছে বিহারের বক্সার, তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাবের অবহর, চতুর্থ স্থানে রয়েছে বিহারের ভাগলপুর, পঞ্চম স্থানে রয়েছে বিহারের পসরা বাজার, ষষ্ঠ স্থানে রয়েছে মেঘালয়ের শিলং, সপ্তম স্থানে রয়েছে অরুণাচল প্রদেশের ইটানগর, অষ্টম স্থানে নাগাল্যান্ড ডিমাপুর, নবম স্থানে বিহারের বিহার শরিফ এবং দশম স্থানে রয়েছে বিহারের সহর্ষ। তালিকায় দেখা গিয়েছে নোংরা শহরের তালিকায় সবথেকে বেশি বিহারের বিভিন্ন শহর স্থান পেয়েছে।