বোলপুর মহকুমা হাসপাতাল অর্থাৎ বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারের সদস্যদের আর না খেতে পেয়ে থাকতে হবে না।সেইসব পরিবারের কথা বলা হচ্ছে যারা আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে এবং বহু ক্ষেত্রেই দেখা যায় তারা অর্থের অভাবে এইরকম চিকিৎসা করাতে এসে একপ্রকার না খেয়েই কাটিয়ে দেন। এই সকল মানুষদেরই আর অভুক্ত অবস্থায় কাটাতে হবে না।কারণ এই ধরনের মানুষদের জন্য এবার পাশে দাঁড়ালো বোলপুর পৌরসভা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মা ক্যান্টিন প্রকল্প এবার জায়গা পেল বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এই প্রকল্পের আওতায় কাউন্টার তৈরি করার পরিপ্রেক্ষিতে এবার ৫ টাকাতেই পেট ভরে ডিম ভাত খেতে পারবেন রোগীর পরিবারের সদস্যরা।উল্টো রথের দিন বোলপুর পৌরসভার তরফে মা ক্যান্টিনের উদ্বোধন করা হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রাথমিকভাবে প্রথম দিনে ১০০ জনের খাওয়ানোর বন্দোবস্ত করা হলেও আগামীতে ২৫০ থেকে ৩০০ জনকে প্রতিদিন খাওয়ানো হবে বলে জানিয়েছেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ।প্রতিদিন দুপুর ১২:৩০ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ৫ টাকায় ডাল, ভাত, সবজি ও ডিম দেওয়া হবে। আর এর জন্য অবশ্য যারা খেতে চান তাদের আগেই টিকিট সংগ্রহ করে নিতে হবে। বোলপুর পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।