Weather Update: এবছর ঠান্ডা যেমন পড়েছে সাথে তেমনি রয়েছে হাওয়া, যার জেরে একপ্রকার জবুথবু অবস্থা বঙ্গবাসীর। মাঝে কিছুদিন শীত কম থাকলেও বিগত ২-৩ দিন যাবৎ যে হারে ঠান্ডা পড়েছে তাতে লেপ-কম্বল ছাড়া থাকা দায় হয়ে পড়েছে। তবে এখানেই শেষ নয়, তাপমাত্রা আরও কমবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। এরই সাথে থাকছে বৃষ্টির পূর্বাভাসও। চলুন দেখে নেওয়া যাক আজ মঙ্গলবার কেমন থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে, সাথে বেলার দিকে অল্প বিস্তর রোদের দেখা মিলবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি ও সর্বনিম্ন ১১ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে। যদিও উত্তুরে হওয়ার জেরে শীত একটু বেশিই অনুভূত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কুয়াশার ফলে দৃশ্যমান্যতা কমে যাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণের জেলাগুলিতে তীব্র কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায় দৃশ্যমান্যতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলে জানানো হয়েছে। যদিও বেলা বাড়ার সাথে রোদের দেখা মিলবে তবে সেটা খুব একটা জোরালো হবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ পৌষ মেলা শেষ হতেই তুমুল অশান্তি শান্তিনিকেতনে! কালপ্রিট পার্কিং
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদায় ব্যাপক ঠান্ডা থাকবে। একইসাথে জলপাইগুড়ি, কোচবিহার ও মালদহ জেলায় কুয়াশার প্রকোপও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানা যাচ্ছে। একইসাথে পশ্চিমি ঝঞ্ঝার জেরে নতুন বছরের শুরুতেই পাহাড়ের জেলাগুলিতে হালকা বৃষ্টি থেকে বরফপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
