Arijit Singh: অরিজিৎ সিংয়ের এই স্বপপূরণে মমতার বিরাট ঘোষণা, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

Mamata Banerjee wants to help Arijit Singh in his work: পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি দাবি করেছিল, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অরিজিৎ (Arijit Singh), ‘গেরুয়া’ গান গেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়েছিলেন। সেই ঘটনা ছিল নেহাতই জল্পনা তা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই ঘরের ছেলে অর্থাৎ জিয়াগঞ্জের অরিজিৎ সিং এর প্রশংসা উঠে এল তাঁর মুখে। অরিজিতের সবরকম স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস দিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।

অরিজিৎ সিং সবসময় সাধারণ জীবনযাপনে বিশ্বাস করে। নিজের উপার্জনের বেশিরভাগ অর্থ সাহায্যের জন্য ব্যয় করে। তিনি জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান। সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh) জানুয়ারি মাসেই একথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন নেত্রী। মুখ্যমন্ত্রী এ বার সেই হাসপাতাল তৈরিতে রাজ্য এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে একযোগে সবরকম সহযোগিতার নির্দেশ দিলেন। প্রশাসনিক বৈঠকের মধ্যেই তিনি জানান, অরিজিৎ হলো গ্রামের ছেলে, এমনকি গ্রামের জন্য কিছু করতে চায়। সেখানকার জন্য একটি হাসপাতাল তৈরি করতে চায়। সমস্ত কাগজপত্র জেলা প্রশাসনের কাছেও জমা পরে গেছে।

এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন যে, অরিজিৎ নিজে হলো জিয়াগঞ্জের বাসিন্দা। কিন্তু সে হাসপাতাল তৈরি করতে চায় জঙ্গিপুরে। প্রশাসন যেনো তাকে সব রকম সহযোগিতা করে। অরিজিৎ সিং (Arijit Singh) এর বরাবর জিয়াগঞ্জ এবং মুর্শিবাদের প্রতি টান। কিন্তু বলিউড এর রুপোলি দুনিয়ার চাকচিক্য ভুলে জিয়াগঞ্জের বাড়িতেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার অরিজিতের। তার স্কুলও পর্যন্ত জিয়াগঞ্জ এ। এমনকি নিজের ছেলেদের পড়াশোনা পর্যন্ত ওই খানে করান এই গায়ক। অরিজিতের দুই ছেলে হলো আলি ও জুল। তার এই স্বপ্নের হাসপাতাল গড়তে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও সবরকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যদি অরিজিৎ এর এই হাসপাতাল তৈরি হয় তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে তা জোর দিয়ে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্য সরকারও জঙ্গিপুরে একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের গত ১৬ই জানুয়ারি মুর্শিদাবাদের মাটিতেই অরিজিৎ সিং (Arijit Singh) কে নিয়ে মমতা বলেছিলেন, অরিজিৎ সিং হলো শুধু দেশের নয় সারা বিশ্বের গর্ব। উনি খুবই ভালো গান করেন। অরিজিৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে, তিনি জঙ্গিপুরে একটা মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়তে চায়। দিদিও ওকে সবরকম কাজে সাহায্য করবে।

‘গেরুয়া’ গান কিফের মঞ্চে গাওয়ার জেরেই ইকো পার্কে বাতিল করা হয়েছে অরিজিতের কনসার্ট, এমনটাই রব তুলেছিল বিরোধি দল। যদিও সেই দাবি উড়িয়ে দেন ফিরহাদ হাকিম। এমনকি কলকাতা কনসার্ট শেষে মন্ত্রীর বাড়িতেও হাজির হয়েছিলেন অরিজিৎ। গায়কের সবরকম জনহিতকর কাজে সর্বদাই পাশে রয়েছে মা-মাটি-মানুষের সরকার এদিন সেই বার্তাই দিলেন মমতা।