Jio, Airtel, Vodafone, Idea ইন্টারনেট স্পিডে এগিয়ে কে, জানিয়ে দিল TRAI

নিজস্ব প্রতিবেদন : দেশের দ্রুততম ডেটা সার্ভিস অপারেটর কোন সংস্থা! এ প্রশ্নের উত্তর খুঁজতে দ্বন্দ্বে পড়তে হয় আম জনতাকে। তবে এবার এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়ার(TRAI)। সম্প্রতি তারা একটি তালিকা প্রকাশ করেছে দেশের দ্রুত ডেটা সার্ভিস অপারেটর নিয়ে।

TRAI এই তালিকা প্রকাশ করেছে বিগত ছয় মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে অগুনিত ইন্টারনেট ব্যবহারকারী মানুষদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার মাধ্যমে। প্রতিটি মোবাইল সংস্থার ডাউনলোড ও আপলোড স্পিড যাচাই করার পর এই তালিকা প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ট্রাই।

প্রকাশিত তালিকা অনুযায়ী দ্রুততম 4G ডেটা সার্ভিসের তালিকায় সবার ওপরে রয়েছে Reliance Jio। তারা ভারতের আরো এক বৃহৎ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেলের তুলনায় ২.৫ গুণ বেশি ডাউনলোড স্পিড দিয়ে থাকে বলে জানিয়েছে ট্রাই। দেশজুড়ে রিলায়েন্স জিওর গড় ডাউনলোড স্পিড ২১ এমবিপিএস। যেদিক দিয়ে Airtel, Vodafone এবং Idea অনেকটাই পিছিয়ে রয়েছে।

কিন্তু ট্রাই দ্বারা প্রকাশিত এই ডেটা স্পিডের তালিকায় জিওর সবার ওপরে থাকলেও বারংবার ডাউনলোড স্পিড নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে জিওকে। আবার অন্যদিকে বেসরকারি একটি টেলিকম অ্যানালিটিক্স সংস্থা Opensignal জানিয়েছে, ডেটা স্পিড আর স্ট্রিমিংয়ের বিষয়ে দেশের সেরা নেটওয়ার্ক হল এয়ারটেল। যদিও তারা এও জানিয়েছে ৪জি নেটওয়ার্ক পরিষেবায় রিলায়েন্স জিও এয়ারটেলের থেকে অনেকটাই এগিয়ে। রিলায়েন্স জিও 4G সার্ভিস ৯৭.৮% উপলব্ধ, যেখানে এয়ারটেলে উপলব্ধ ৮৯.২ শতাংশ। এই তালিকা ট্রাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ – https://myspeed.trai.gov.in

তবে এই বেসরকারি সংস্থা এয়ারটেল কে এগিয়ে রাখলেও সরকারি সংস্থা দেশের সর্বোচ্চ গতিসম্পন্ন নেটওয়ার্ক হিসেবে এগিয়ে রেখেছে জিওকেই। শুধু এগিয়ে রাখাই নয়, ট্রাই তাদের নিজস্ব ওয়েবসাইটে ইন্টারনেট স্পিড সংক্রান্ত এমন একটি তথ্য সম্প্রতি আপলোড করেছে। যে তালিকায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ৬.৬ এমবিপিএস। সেখানে রিলায়েন্স জিওর গড় ডাউনলোড স্পিড ১৯.৩ এমবিপিএস। আর ভোডাফোন ও আইডিয়ার গড় ডাউনলোড স্পিড রয়েছে যথাক্রমে ৭.১ ও ৮ এমবিপিএস।