Viral on Social media: রোদ হোক বা বৃষ্টি, ছুঁতে পারবে না কিছুই, অভিনব সাইকেল আবিষ্কার বৃদ্ধের

Prosun Kanti Das

Published on:

Advertisements

The old man came out with a strange bicycle to escape from the sun and rain: সোশ্যাল মিডিয়া হল মানুষের সব রকম প্রতিভাকে তুলে ধরার প্ল্যাটফর্ম মাত্র। এখানে মানুষেরা এমন কিছু ভিডিও আপলোড করে যা থেকে সত্যি চোখ ফেরানো যায় না। ভাবলে অবাক লাগে মানুষ মাথা খাটিয়ে কত কিনা বার করতে পারে। গরমের মানুষ প্রতিদিনই কিছু না কিছু নতুন উপায় বার করতে থাকে। বর্তমানে তাপমাত্রার ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে চলেছে, কিন্তু কর্মসংস্থান অবশ্যই জরুরী। এরকমই একটি অদ্ভুত ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে (Viral on Social media)। একজনকে সাইকেল নিয়ে বেরোতে দেখা গেলো রাস্তায়, কিন্তু তার গায়ে লাগবে না কোনরকম রোদ কিংবা বৃষ্টি। কিভাবে সম্ভব এটা?

Advertisements

আশা করি এমন অদ্ভুত সাইকেল আপনি এর আগে কখনো দেখেননি। একজন লোক রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়েছেন, এবং তার সাইকেলের চতুর্দিক বাঁশ দিয়ে ছাউনি দেওয়া। এমনকি লোকটির প্রয়োজনীয় জিনিসপত্র বাঁশের গায়ে টাঙ্গানো রয়েছে, যাতে তার কোনো রকম অসুবিধা না হয়। এমনকি বাঁশগুলি টানানোতে তার কোন রকম অসুবিধা হচ্ছে না সাইকেল চালাতে। বরং রোদ আর বৃষ্টি থেকে দিব্যি রেহাই পাচ্ছেন।এই ভিডিওটি ভাইরাল হয়েছে গোটা নেট দুনিয়াতে (Viral on Social media)।

Advertisements

সোশ্যাল মিডিয়া হল এমন একটি জায়গা যেখানে প্রতিনিয়তই আপনি দেখতে পাবেন অবাক করা ভিডিও ও ছবি। খারাপ হোক কিংবা ভালো সব রকম ভিডিও আপনাকে এন্টারটেইন করবে। বর্তমানে বিনোদনের জন্য মানুষের সব থেকে বড় সঙ্গী হল এই সোশ্যাল মিডিয়া। এখানকার ভাইরাল হওয়া ভিডিও (Viral on Social media) নজরে আসে বহু মানুষের।

Advertisements

এই অদ্ভুত ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড (Viral on Social media) করা হয়েছে ‘টেকনোলজি_ওয়ার্ল্ড_09’ নামের একটি পেজ থেকে। লোকটির এই অভিনব প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। ভিডিওটিতে রীতিমতো লাইক ও কমেন্টের ঝড় বয়ে গেছে। এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন লক্ষাধিকের বেশি মানুষ।

শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিওতে লাইক করেছেন তাই নয়, বৃদ্ধটির চেষ্টাকে সম্মান জানিয়েছেন। অনেকেই বলেছেন যে, মানুষ যখনই বিপদে পড়ে প্রয়োজনমতো নিজের বাঁচার পথ নিজেই খুঁজে নিতে পারে। এমনকি এই বৃদ্ধের এই চমৎকার বুদ্ধি থেকে বহু মানুষের চোখ কপালে উঠেছে।

Advertisements