‘Passed’ নয়, মার্কশিটে লিখলেন ‘Passed Away’, শিক্ষকের অগাধ বিদ্যায় হাসির রোল নেট দুনিয়ায়

২০১৯ সালের একটি মার্কশিটই (Marksheet) সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গেছে সমস্ত বিষয়ে ভালো নম্বর পাওয়া সত্ত্বেও ফলাফলের মন্তব্যে পড়ুয়াকে মৃত বলে উল্লেখ করলেন শিক্ষক। ভুল ইংরেজি দেখে আপাতভাবে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেও শিক্ষক কী বলতে চেয়েছিলেন, তা অবশ্য সকলের কাছেই পরিষ্কার।

আসলে পরীক্ষার্থী যে ভালোভাবে পাশ করেছে, শিক্ষক সেটি মন্তব্যে লিখতে চেয়েছিলেন। কিন্তু ইংরেজির ভুল ব্যবহার রীতিমতো হাসির খোরাক হয়ে গিয়েছে। মার্কশিটটি (Marksheet) কোন দেশের যদিও জানা যায়নি। ফেসবুক থেকে সংগ্রহ করেই মার্কশিটের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে।

সেই পড়ুয়ার রিপোর্ট কার্ডে দেখা গিয়েছে, বেশির ভাগ বিষয়েই সে ‘Good’ পেয়েছে। কিছু কিছু বিষয়ে আবার ‘Excellent’ ও পেয়েছে সে। কেবল ইংরেজিতেই ‘Average’ পেয়েছে ওই পড়ুয়া। কিন্তু এত ভাল নম্বর যার, প্রতিটা বিষয়ে ভাল দখল যার, তার মার্কশিটেই (Marksheet) শিক্ষক এমন অদ্ভুত কথা লিখে ফেললেন। এই ঘটনায় ওই শিক্ষকের তীব্র সমালোচনা করেছেন সোশ্যাল মিডিয়াবাসী।

তবে অনেকেই বিষয় টির সারমর্ম উপলব্ধি করতে পেরেছেন। তারা বলেছেন যে, ওই শিক্ষক আসলে পড়ুয়ার রিপোর্ট কার্ডে ‘Passed’ লিখতে গিয়ে ‘Passed Away’ লিখে ফেলেছেন, যা এক্কেবারেই ভুলবশত। তাই তাকে নিয়ে এইভাবে সমালোচনা উচিত নয়।

ভালো নম্বর পেয়ে ক্লাসে সপ্তম হয়েছেন এক পরীক্ষার্থী। কিন্তু নম্বরের নীচের লাইনে শিক্ষকের মন্তব্য ঘিরেই জটিলতা তৈরি হয়েছে। যে কোনও মার্কশিটেই ছাত্র বা ছাত্রীর সার্বিক ফলাফল দেখে সংক্ষেপে শিক্ষক-শিক্ষিকারা নিজের মতামত জানান। এ ক্ষেত্রে, সেই জায়গাতেই বড়সড় ভুল করেছেন শিক্ষক। ইংরেজিতে মন্তব্যের লাইনে তিনি লিখেছেন, “শি হ্যাজ় পাসড অ্যাওয়ে।” যার বাংলায় অর্থ দাঁড়ায়, ‘ছাত্রী মারা গিয়েছে।’

সম্প্রতি অনন্ত ভান নামে এক ব্যক্তি টুইটারে একটি মার্কশিটের (Marksheet) ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, এক পরীক্ষার্থী সবকটি বিষয়েই ভালো নম্বর পেয়েছে। কিন্তু তার ফলাফল নিয়ে মন্তব্য করতে গিয়ে শিক্ষক যা লিখেছেন তাতেই চমকে গিয়েছেন সকলে। প্রতি বিষয়ে ভাল নম্বর পাওয়ার পরও ওই পরীক্ষার্থীকে মার্কশিটে ‘মৃত’ বলে ঘোষণা করেছেন শিক্ষক।