‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্যের পরিণতি, ফওয়াদ, মাহিরা ও মাওরার বিরুদ্ধে ভারতে কড়া পদক্ষেপ

পহেলগাঁও ঘটনার পর থেকেই পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি জোরাল হচ্ছিল। যদিও অভিনেত্রী মাহিরা খান, ফওয়াদ খান ও মাওরা হোসেন প্রথমদিকে ওই ঘটনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন। তবে পরে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা প্রতিক্রিয়ায় তাঁরা নিজেদের অবস্থান পাল্টান। তিনজনই সোশ্যাল মিডিয়ায় এই সামরিক পদক্ষেপের সমালোচনা করে একে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেন।

এই মন্তব্যের ফলস্বরূপ ভারতে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যেহেতু এই তিন অভিনেতা অতীতে বলিউডের বেশ কিছু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন, তাই তাঁদের উপস্থিতি একসময় যথেষ্ট নজর কাড়ে। ফওয়াদ খান অভিনয় করেছেন ‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কপূর অ্যান্ড সনস’-এ। মাওরা হোসেন ‘সনম তেরি কসম’ ছবির মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। মাহিরা খান ‘রইস’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে জনপ্রিয় হন।

আরও পড়ুন: মাছ ধরার জালে আস্ত অজগর! যা ঘটল বীরভূমে

তবে তাঁদের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে ভারতের বিভিন্ন মিউজিক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সংশ্লিষ্ট সিনেমাগুলোর পোস্টার থেকে এই তিনজনের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। বেছে বেছে শুধুমাত্র তাঁদের ছবি বাদ দেওয়া হয়েছে, যদিও ছবিগুলো এখনও প্ল্যাটফর্মে রয়েছে।

২০১৬ সালের উরি হামলার পর থেকেই ভারতে পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল। সেই সময়ের পর ফওয়াদ খান আর বলিউডে দেখা যায়নি। যদিও দীর্ঘ নয় বছর পর তিনি ফিরছিলেন ‘আবির গুলাল’ নামে একটি ছবির মাধ্যমে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন বাণী কপূর। এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৯ মে। কিন্তু পহেলগাঁও ঘটনার জেরে সেই মুক্তিও স্থগিত হয়ে যায়।