Railway stations run by women: ভারতে রয়েছে এমন ৩টি রেলস্টেশন, যেখানে পুরুষকর্মীরা পাত্তা পান না! কাজ করেন শুধু মহিলারা

Prosun Kanti Das

Published on:

Advertisements

These stations of Indian railways are maintained by only women employee: আমাদের সমাজ পুরুষতান্ত্রিক হলেও বর্তমানে নারী-পুরুষের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই। নারী পুরুষ নির্বিশেষে যে কোন কাজ করতে পারে। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা মেয়েরা পারেনা। ট্রেন চালানো, বিমান চালানো, চাষবাস করা কিংবা মহাকাশে যাওয়া সব জায়গাতেই আজকাল মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের রাষ্ট্রপতিও এখন একজন নারী। এই প্রসঙ্গে বলা চলে ভারতের তিনটি স্টেশনে শুধু কাজ করেন মহিলারা (Railway stations run by women)।

Advertisements

কোনো কাজেই আজকাল মহিলাদের ছোট করা যাবে না। বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বর্তমানে মহিলারা এগিয়ে। প্রত্যেকটা কাজেই মহিলারা নিজেদের দক্ষতার জন্য অংশগ্রহণ করতে পারেন। শুধু বর্তমান যুগের মহিলারাই নন প্রাচীন যুগেও মহীয়সী মহিলাদের উদাহরণ রয়েছে প্রচুর। পুরুষরা যে সমস্ত কাজ করে মহিলারাও আজকাল সে সমস্ত কাজে দক্ষ হয়ে উঠেছে। আজকের এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়লে জানতে পারবেন ভারতের এমন কিছু স্টেশনের কথা, যেখানে স্টেশনের সম্পূর্ণ কাজ মহিলাদের দ্বারা চালিত (Railway stations run by women) হয়। এই স্টেশনগুলোতে কোন পুরুষ মানুষ কাজ করেন না।

Advertisements

নাগপুরের আজনি হলো ভারতীয় রেলওয়ের মহারাষ্ট্রের দিল্লি-চেন্নাই লাইনে অবস্থিত একটি স্টেশন। নাগপুরের আজনি রেলওয়ে স্টেশন কিন্তু পুরোটাই মহিলাদের দ্বারা পরিচালিত (Railway stations run by women)। বৃহত্তম এই স্টেশনে ২২ জন মহিলা কর্মচারী কাজ করেন কিন্তু কোনো পুরুষ কর্মচারী দেখতে পাওয়া যায় না। এই স্টেশনে প্রতিদিন প্রায় ৬০০০ এর বেশি যাত্রীর যাতায়াত রয়েছে।

Advertisements

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গুজরটের গান্ধীনগর রেলওয়ে স্টেশন। এই রেল স্টেশনটিও পুরোটাই মহিলাদের দ্বারা চালিত (Railway stations run by women) হয়। এই স্টেশনটি রাজস্থানের জয়পুরে অবস্থিত। ভারতের এই স্টেশনটিতে শুধু মহিলারা সমস্ত কাজ পরিচালনা করেন। স্টেশন মাস্টার থেকে শুরু করে টিকিট পরীক্ষক সকলেই এখানেই নারী কর্মচারী।

সর্বশেষ তালিকায় নাম আছে মুম্বাইয়ের মাটুঙ্গা রেলওয়ে স্টেশন এর। এই স্টেশনটি মধ্য রেলওয়ের অধীনে আসে। মাটুঙ্গা রেলওয়ে স্টেশনটি পুরো মহিলাদের দ্বারা পরিচালিত। ২০১৮ সালে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই স্টেশনটি নাম উঠেছে। অদ্ভুত হলেও এটাই সত্যি যে মহিলারা স্টেশন চালানোর মত কঠিন কাজ খুব সহজেই করতে পারে।

Advertisements