Howrah Metro Station: তীব্র গরমে ভূস্বর্গ হাওড়া মেট্রো স্টেশন! মিলছে এই সকল সুবিধা

This Howrah Metro Station is located between two Howrah stations: ভারতের প্রথম নদীর নিচ দিয়ে তৈরি হওয়া মেট্রো রেলপথ (Howrah Metro Station) হাওড়া থেকে এসপ্ল্যানেড অব্দি বিস্তৃত। ইদানিং এই নতুন রেলপথটি নিয়ে আলাদা রোমাঞ্চের সৃষ্টি হয়েছে শহরের বুকে। শুধুমাত্র রাজ্যবাসী নয় ভিন রাজ্যের লোকেদের মধ্যেও দেখা যাচ্ছে উন্মাদনা। এই রেলপথটিতে একবার যাতায়াত করার জন্য ভিড় বেড়েই চলেছে সাধারণ মানুষের। হাওড়া বাসির স্বপ্ন যেন পূর্ণতা পেয়েছে নতুন মেট্রো রেল পথটির হাত ধরে।

পূর্ব রেলওয়ে এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের ঠিক মাঝখানে মাটির তলায় তৈরি করা হয়েছে নতুন হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশন (Howrah Metro Station)। গত ১৫. ০৩.২০২৪ থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অব্দি মেট্রো রেলপথ চালু করা হয়েছে। হাওড়া রেলস্টেশনে নেমে খুব সহজেই আপনি ভূগর্ভস্থ হাওড়া মেট্রো রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন। হাওড়া স্টেশনের ডিয়ারএম অফিসের ঠিক পিছন দিকে মেট্রো রেল স্টেশনটি তৈরি করা হয়েছে। এই তীব্র গরম কে উপেক্ষা করে কলকাতার মধ্যমণি ধর্মতলা এলাকায় যদি কেউ আসতে চান তাহলে হাওড়া মেট্রো রেল স্টেশন আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত।

ইতিমধ্যে হাওড়া মেট্রো রেলস্টেশন (Howrah Metro Station) অব্দি পৌঁছানোর জন্য দিকনির্দেশক ব্লু বোর্ড বসানো হয়েছে হাওড়া রেল স্টেশনে। যা দেখে এক্কেবারে আনকোড়া যাত্রীরাও হাওড়া রেলস্টেশনের সব রকম সুযোগ সুযোগ সুবিধা উপভোগ করতে করতে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন নতুন হাওড়া মেট্রো রেল স্টেশনটিতে। যারা স্টেশন দিয়ে আসবেন না, তারা? কোনো ব্যাপার নয়, স্টেশনের বাইরের যাত্রীরাও হাওড়া ট্যাক্সি স্ট্যান্ডের পাশ দিয়ে হাওড়া ব্রিজ ও ফেরিঘাট টপকে, গঙ্গার ঠান্ডা হাওয়া খেতে খেতে নির্ঝঞ্ঝাটে পৌঁছে যেতে পারবেন নতুন মেট্রো স্টেশনটিতে।

আরও পড়ুন 👉 Metro Evacuation Shaft: মেট্রোয় যেতে যেতে হঠাৎ আটকে গেলেন গঙ্গার নিচে! রক্ষা পেতে পরের স্টেজে কি করতে হবে

আর তীব্র গরমের দাপট সামলে একবার মেট্রো স্টেশনে (Howrah Metro Station) পৌঁছাতে পারলেই আপনার মুক্তি। হাওড়া মেট্রো স্টেশনটি সম্পূর্ণ সেন্ট্রাল এসি দ্বারা আবদ্ধ। সমতল থেকে পাতালে প্রবেশ করার জন্য একাধিক এক্সেলেটর, লিফট ও সাধারণ সিড়ির ব্যবস্থা রয়েছে। আপনি যেকোনো একটিকে ব্যবহার করতে পারেন পাতালে প্রবেশ করার জন্য। টিকিট কাটার জন্য একাধিক কাউন্টার রয়েছে, এমনকি স্বয়ংক্রিয় কাউন্টারের ব্যবস্থাও রয়েছে। উপরি পাওনা হিসেবে এখানে রয়েছে সম্পূর্ণ মেট্রো স্টেশন জুড়ে দেয়ালে আঁকা সুন্দর সুন্দর পেইন্টিং। ভারতের সবচেয়ে গভীরতম রেল স্টেশনটি এই মুহূর্তে আপনাকে কিছু সময়ের জন্য স্বর্গবাসের অনুভূতি দিতে পারে।

এছাড়া, আরো একটি চমক অপেক্ষা করছে এই স্টেশনে (Howrah Metro Station)। হাওড়া থেকে এসপ্ল্যানেড গামী যেকোন মেট্রো রেল স্টেশনে দাঁড়ালে ট্রেনটির দুদিকের গেটই স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। অর্থাৎ, আপনি দুটো প্লাটফর্মকেই ব্যবহার করতে পারবেন একটি নির্দিষ্ট ট্রেনে ওঠার জন্য। আর আপনি যদি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড গামী ট্রেনের যাত্রী হয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই। আপনি পেয়ে যাবেন সেই চির আকাঙ্ক্ষিত গঙ্গার নিচ দিয়ে যাত্রা করার সুযোগ। একটি পরিসংখ্যান অনুযায়ী, ১৫ ই মার্চ ২০২৪ থেকে ৩১ শে মার্চ ২০২৪ মাত্র ১৭ দিনে হাওড়া ময়দানের এই নতুন রেলপথটিতে যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে ৩,১৪,৪৫৯ জন। এখনো যে পরিমাণ উন্মাদনা রয়েছে এই রেলপথ নিয়ে, তাতে যাত্রী সংখ্যা আরো অনেক বাড়তে চলেছে বলে আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ।