Mahastami: রাজ্যে কোথাও নেই, মহাষ্টমীতে সেই রেওয়াজই রয়েছে বীরভূমে

Mahastami: বাংলা জুড়ে রীতি রেওয়াজ মেনে চলছে দুর্গাপুজো। দুর্গাপুজোতেই ব্যতিক্রমী কিছু জায়গা ছাড়া মোটামুটি সমস্ত জায়গাতেই একই রকম রীতিনীতি থাকলেও বীরভূমে রয়েছে এমন এক রেওয়াজ যা অন্য কোথাও নেই। এমনটাই দাবি করেন এলাকার প্রবীণ মানুষেরা থেকে বর্তমান প্রজন্মের মানুষেরাও। কি সেই রীতি জানেন?

আসলে বীরভূমের দুবরাজপুর এ রয়েছে দুর্গা পুজোর সময় শতাব্দী প্রাচীন জয় তারা উৎসব। মহাষ্টমী (Mahastami) ও মহানবমীর সন্ধিক্ষণে বলিদানের পর অস্ত্র, লাঠিসোটা নিয়ে জয়ের আনন্দে মেতে ওঠাকেই জয় তারা উৎসব হিসাবে পালন করা হয় দুবরাজপুরে। এই উৎসব একেবারেই ব্যতিক্রমী উৎসব। রাজ্যের অন্য কোথাও এই উৎসব দেখা যায় না, এমনটাই দাবি।

আরও পড়ুন: দেখতে অবিকল… কাকে অসুর বানালেন পুজো উদ্যোক্তারা

এমনকি এই জয় তারা উৎসব বীরভূমের দুবরাজপুরে কখন থেকে শুরু হয়েছিল সেই উত্তর কারো কাছে জানা নেই। যখনই কাউকে এই উৎসব সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন তাদের থেকে উত্তর একটাই পাওয়া যায় আর সেই উত্তর হল আমাদের পূর্বপুরুষরাও বলতে পারেন না এই উৎসব কবে থেকে শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তর থেকে স্পষ্ট শতাব্দি প্রাচীন জয় তারা উৎসব পালিত হয়ে আসছে বীরভূমের দুবরাজপুরে।

জয়তারা উৎসবের উৎপত্তি সম্পর্কে যা কথিত রয়েছে তা হলো অসুর বধের পর দেবতারা নিজেদের জয়ে জয়োল্লাস শুরু করেছিলেন। সেই সময় তারা অস্ত্রশস্ত্র হাতে বেরিয়ে পড়েছিলেন। আর সেই ঘটনারই প্রতীক হিসাবে বীরভূমের দুবরাজপুর শহরে মানুষ প্রতিবছর মহাষ্টমীতে (Mahastami) এই প্রাচীন জয় তারা উৎসব পালন করে থাকেন।