এবারের জয়দেব মেলায় থাকছে জোড়া আকর্ষণ! মেলা শুরুর আগে জেনে নিন সেই অজানা আকর্ষণের বিষয়

রাঢ়বঙ্গে যে সকল পবিত্র ভূমি রয়েছে তার মধ্যে প্রথমেই নাম আসে অজয় নদের তীরে জয়দেব কেন্দুলির। রাজা লক্ষণ সেনের সভাকবি গীতগোবিন্দের স্রষ্টা কবি জয়দেব মূলত এই জায়গার সঙ্গে জড়িত। কথিত আছে, মকর সংক্রান্তিতে তিনি অজয় নদে স্নান করতে যান মা গঙ্গার স্বপ্নাদেশে। আর তারপর থেকেই প্রতিবছর মকর সংক্রান্তির দিন থেকে অজয় নদের তীরে জয়দেব কেন্দুলীর রাধা বিনোদ মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকায় বসে মকর পরবের মেলা।

আনুমানিক ৮০০ বছরের প্রাচীন এই মেলা, যদিও এই মেলা ১৯৮১ সাল থেকে বীরভূম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হয়ে আসছে। আর প্রত্যেক বছরই এই মেলাতে ঘিরে প্রশাসনের নতুন নতুন লক্ষ্য লক্ষ্য করা যায়। এই বছর বীরভূম জেলা প্রশাসনের মূল লক্ষ্য হলো প্লাস্টিক মুক্ত জয়দেব মেলা আর সেই লক্ষ্যে এগিয়ে চলার জন্য প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।

আরও পড়ুনঃ উধাও ঠান্ডা! মকর সংক্রান্তিতে কী হতে চলেছে বীরভূমে, জানালো আবহাওয়া দপ্তর

এবার ছশোর বেশি স্থায়ী, ২০০০ এর বেশি অস্থায়ী দোকান এবং ৫০০টি আখড়াই জমে উঠবে জয়দেব মেলা। এই মেলা দেশের বৃহত্তম বাউল মেলা হিসেবেই পরিচিত। যেখানে এই বছর ৮ থেকে ৯ লক্ষ মানুষের সমাগম হবে বলেই আশা করা হচ্ছে। আর এবার জয়দেব মেলায় সবচেয়ে আকর্ষণের কারণ হয়ে দাঁড়াতে চলেছে সন্ধ্যায় বেনারসের আদলে আরতি।

এর পাশাপাশি মেলায় এবার ভেন্ডিং মেশিন বসানো থাকবে এবং যে ভেন্ডিং মেশিন থেকে মাত্র ১০ টাকায় কাপড়ের ব্যাক পাওয়া যাবে। এছাড়াও থাকবে বিজ্ঞানসম্মত শৌচাগার।