TMC: কেষ্ট গড়ে কাজল ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ককে ‘চোর’ বলল তৃণমূল কর্মীরাই, বিরাট চাঞ্চল্য

TMC: রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বোলপুর সফরে এসে ঘোষণা করেছিলেন, “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি জেলার প্রতিটি ব্লকে আয়োজন করতে হবে। সেই নির্দেশ মেনে আজ বিকেল পাঁচটা নাগাদ নানুর বিধানসভার অন্তর্গত কসবা পঞ্চায়েতের কসবা গ্রামে এই কর্মসূচির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মীরা, প্রকাশ্যেই তৃণমূল কর্মীরা বিধায়ককে চোর বলে সম্বোধন করলেন। এমন ঘটনাটি ঘটে বুধবার নানুর বিধানসভার অন্তর্গত কসবা পঞ্চায়েতের কসবা গ্রামে।

খোদ কেষ্ট গড়েই কাজল শেখ ঘনিষ্ঠ বিধায়ককে চোর বলে সম্বোধন করলেন খোদ দলেরই কর্মীরা। বিধায়ককে কাছে পেয়ে এইভাবে তৃণমূল (TMC) কর্মীদের ক্ষোভ উগড়ে দেওয়া রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোথায় ঘটলো এমন ঘটনা জানেন? তবে কেন এমন পরিস্থিতি? কেন, ওই সভায় উপস্থিতদের একাংশ নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝিকে ‘চোর’ বলে কটাক্ষ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সভা মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, ওই সভায় উপস্থিত এলাকাবাসীরা নানুরের তৃণমূল (TMC) বিধায়ক বিধান চন্দ্র মাঝিকে ‘চোর’ বলে কটাক্ষ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছু সময়ের জন্য পরিস্থিতি অশান্ত হয়ে পড়লে পারুই থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দ টাকা দুর্নীতির মাধ্যমে লুট করা হচ্ছে। অভিযোগের তীর বিধায়ক বিধান চন্দ্র মাঝির দিকে।

আরও পড়ুন: দুবরাজপুরের ভাঙা কজওয়ে পরিদর্শন কাজল শেখের, ব্যবস্থা গ্রহণ নিয়ে যা জানালেন

অভিযোগ অনুযায়ী, তাঁর ছত্রচ্ছায়ায় কসবা পঞ্চায়েতের অন্তর্গত তিনজন সদস্য উপপ্রধান আকাশ শেখ, হৃদয় ও বিকাশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এলাকার বাসিন্দারা দাবি তুলেছেন, এদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে, না হলে তারা পঞ্চায়েতের কাজ বন্ধ করে দেবেন। এমন ঘটনায় কিছু সময়ের জন্য পরিস্থিতি অশান্ত হয়ে পড়লে পারুই থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কী সাফাই দিলেন এমন ঘটনার মুখোমুখি হওয়া বিধায়ক বিধানচন্দ্র মাঝি?

এদিন সভায় থাকা কয়েকজন নিজেদের পরিচয় দেন ‘অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ লোক’ হিসেবে এবং জানান, তাঁরা এই ধরনের অপকর্ম বরদাস্ত করবেন না। অন্যদিকে, একাংশ নিজেদের “কাজল গোষ্ঠীর লোক” বলে দাবি করেন। এর জেরে আবারও সামনে এল তৃণমূলের (TMC) অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত।