পৌরসভার টোল, দু’বার ট্যাক্স আদায়ের অভিযোগ! তুমুল উত্তাল দুবরাজপুরে

লাল্টু: ২৪ ঘন্টার মধ্যে দুবার টোল ট্যাক্স নেওয়ার অভিযোগ করছেন খোদ দুবরাজপুর পৌরসভার এক কর্মীর। ওই পৌর কর্মীর অভিযোগ যে, দুবরাজপুর পৌরসভার গোশালা টোল ট্যাক্সে ২৪ ঘণ্টার মধ্যে দুবার টোল ট্যাক্স নেওয়া হচ্ছে। অভিযোগ তার পরিচিত একটি ডাম্পার দুবরাজপুর পৌরসভা টোল ট্যাক্সে কুপন কাটিয়ে গেলেও ২৪ ঘন্টার মধ্যে ফেরত আসার পরেও তার কাছে আবার টাকা চাওয়া হচ্ছে।

দুনম্বরী ভাবে জোড় জুলুম করছে বলে অভিযোগ অভিযোগকারী সৌভিক নায়কের। এরপর শুরু হয় বাকবিতণ্ডা ও ঝামেলা। প্রচুর মানুষ জড়ো হতে শুরু করেন টোল ট্যাক্সের সামনে। টোল তুলবেন না বলে টোল ট্যাক্স থেকে টোল কর্মীরা বেরিয়ে পড়েন। টোল ট্যাক্সের সামনে ঝামেলা চলায় প্রায় এক ঘন্টার কাছাকাছি রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ জাতীয় সড়কে রানীগঞ্জের দিক থেকে সিউড়িমুখী গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী ও ওই ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুবরাজপুর থানার ওসি মনোজ সিং। এরপর দুপক্ষের মধ্যস্থতায় গাড়ি চলাচল আবার পুনরায় শুরু হয়।

আরও পড়ুন: চোর, ছিনতাইবাজ অনেক দেখেছেন, কিন্তু এই মানবিক চোর কখনো দেখে থাকবেন না গ্যারান্টি! দেখুন সিসিটিভি ফুটেজ

টোল ট্যাক্স এর ম্যানেজার মহঃ ইকবাল জানান, এটা সাজানো ঘটনা বলে আমার মনে হয়। তবে এই বিষয়টা খতিয়ে দেখা হবে।

অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে জানান, অভিযোগের কথা এইমাত্র শুনলাম। আমার কাছে এখনো সরাসরি আসেনি। তদন্ত করে দেখা হবে। আমি শুনেছি একটা গন্ডগোল হয়েছে। তবে টোল ট্যাক্সে কোন বেনিয়ম হলে এবং অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে ওদেরকে বাদ দিয়ে দেবো। এবং নতুন করে হাঁক করব।

অভিযোগকারী তথা পৌর কর্মী সৌভিক নায়ক জানান, ২৪ ঘন্টার মধ্যে একটি গাড়িতে দুবার কেন পয়সা লাগবে এটাই আমার অভিযোগ। পৌরসভার পক্ষ থেকে নিয়ম করা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে ১০০ বার গাড়ি পারাপার করলে কোন টাকা লাগবে না। কিন্তু এখানে দুই নম্বরি করে এবং জোর জুলুম করে টাকা নিচ্ছে।